শিরোনাম
প্রিমিয়ার লিগ জয়ের আশা ছাড়েননি লিভারপুলের কোচ ইউর্গেন ক্লপ।
শিরোপা জয়ের দৌড়ে সাউদ্যাম্পটনকে তাদের মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে অলরেডরা।
সেই সঙ্গে শিরোপা মীমাংসা লিগের চূড়ান্ত দিনে নিয়ে গেল লিভারপুল। আগামী রবিবার লিগে নিজেদের শেষ ম্যাচে উলভসের মুখোমুখি হবে ক্লপের দল। অন্যদিকে একই দিনে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে তালিকার শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেপ গার্দিওলার দল। তাদের চেয়ে এক পয়েন্ট নিয়ে দুইয়ে ক্লপের শিষ্যরা। শিরোপা জিততে হলে উলভসকে হারানোর পাশাপাশি অলরেডদের প্রার্থনা করতে হবে সিটির ড্র বা হারের।
সিটিজেনরা এক পয়েন্ট এগিয়ে থাকলেও শিরোপা জয়ের আশা এখনো ছাড়েননি ক্লপ। পিছিয়ে পড়েও সাউদ্যাম্পটনকে হারানোর পর তিনি বলেন, ‘আমরা কখনো হাল ছাড়িনি। আমরা চেষ্টা করে যাব।’
ম্যাচের ১৩তম মিনিটে ‘সেইন্ট’দের এগিয়ে দেন রেমন্ড রেডমন্ড। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ২৭তম মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান তাকুমি মিনামিনো। ৬৭তম মিনিটে অলরেডদের জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার জোয়েল মাতিপ।
এফএ কাপে চেলসির বিপক্ষে ফাইনালে চোট পাওয়ায় এই ম্যাচে লিভারপুল দলে পায়নি মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইককে। বিশ্রামের ছিলেন সাদিও মানেও।
চলতি মৌসুমে ইতোমধ্যে কারাবো কাপ ও এফএ কাপ জিতেছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের ফাইনালও নিশ্চিত করেছে তারা। দৌড়ে আছে প্রিমিয়ার লিগে জয়ের পথে। এই মৌসুমে কোয়াড্রপল স্বপ্ন পূরণ হবে তো ক্লপের?
সূত্র: দেশ রূপান্তর