জুভেন্টাসকে বিদায় দিবালার

ফানাম নিউজ
  ১৭ মে ২০২২, ১২:৩৩

ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করা বলতে যা বোঝায়, সেভাবেই কান্না করছিলেন পাউলো দিবালা। রোববার জুভেন্টাসের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে দর্শক এবং সবার থেকে বিদায় নেওয়ার সময় দিবালার মাঠে এমন কান্নায় ভেঙে পড়ার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।

দীর্ঘ ৭ বছরের সম্পর্ক শেষে জুভেন্টাস থেকে বিদায় নিচ্ছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বিদায়বেলায় সতীর্থদের থেকে ভালোবাসা মিলেছে এই ফুটবলারের। জড়িয়ে ধরছিলেন, পিঠ চাপড়ে দিচ্ছিলেন দিবালার সতীর্থরা। দর্শকরাও গ্যালারি থেকে করতালি দিয়ে জানাচ্ছিলেন অভিবাদন;

যা প্রাপ্যই ছিল ২৮ বছর বয়সী দিবালার। জুভেন্টাসের জার্সিতে ২৯১ ম্যাচে ১১৫ গোল করেছেন এই স্ট্রাইকার। ক্লাবের ইতিহাসে সেরা দশ গোলস্কোরারের তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। বিদায়বেলায় নিজের আবেগের যে বহিঃপ্রকাশ, সেটি নিয়ে ম্যাচের আগেই টুইটে বিবৃতি দিয়েছিলেন দিবালা।

জানিয়েছেন, ‘জুভেন্টাসকে বিদায় জানানোর বিষয়ে সঠিক শব্দ খুঁজে পাওয়া কঠিন। দীর্ঘ সময় আমি এখানে ছিলাম, সে কারণেই অনেক বেশি আবেগ আমাকে ঘিরে ধরেছে।’

এরপরই দিবালা আরও যোগ করেন, ‘আমি মনে করেছিলাম আরও কিছুদিন হয়তো এখানে থাকতে পারব। কিন্তু ভাগ্য আমাকে ভিন্ন পথে নিয়ে গেছে। তোমরা আমাকে যা দিয়েছো তা কখনো ভোলার নয়। এখানে থেকেই আমি পরিণত হয়েছি। পুরো পথটাই যাদুর মত আশ্চর্যজনক ছিল। সাত বছরে ১২টি শিরোপা, ১১৫ গোল- সবাই এটা অর্জন করতে পারে না।’

বিদায়বেলায় সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এই আর্জেন্টাইন তারকা আরও লেখেন, ‘কঠিন মুহূর্তে আমাকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। এই সময় যারা আমার পাশে ছিল তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ক্লাবের জার্সি পরা স্বপ্নের মতো ছিল। অধিনায়কের দায়িত্বও পেয়েছিলাম।’

২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে আসেন দিবালা। আসছে গ্রীষ্ম মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাবটি ছাড়বেন এই আর্জেন্টাইন। নতুন ঠিকানা এখনো নিশ্চিত নয় যদিও।

এদিকে দিবালা ছাড়াও এই ম্যাচে জুভেন্টাস থেকে বিদায় নিয়েছেন ক্লাবটির অন্যতম সেরা তারকা জর্জিও কিয়েল্লিনি। ২০০৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর এই ইতালিয়ান ক্লাবটির হয়েই প্রায় চারশ ম্যাচ খেলে গিয়েছেন। জুভেন্টাসে কিয়েল্লিনির চেয়েও বেশি ম্যাচ খেলেছেন কেবল দুইজন। যার একজন ক্লাবটির লিজেন্ড বুফন।

সূত্র: আরটিভি