মেসি-রোনালদো নয়, নিজেকেই বিশ্বসেরা মনে করেন সালাহ

ফানাম নিউজ
  ১২ মে ২০২২, ১৫:১৮

লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদো নয়, নিজেকেই বিশ্বসেরা মনে করেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। 

সম্প্রতি কাতারভিত্তিক ক্রীড়া সম্প্রচার মাধ্যম বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতে এ দাবি করেন লিভারপুল তারকা।

মোহাম্মদ সালাহ সাধারণত রাইট উইঙ্গার পজিশনে খেলেন। এই পজিশনে তিনি বর্তমান সময়ের অন্য সব খেলোয়াড়ের চেয়ে নিজেকে এগিয়ে রাখেন।

লিভারপুলের এই তারকা ফুটবলার বলেন, আমার পজিশনে খেলা অন্য খেলোয়াড়দের সঙ্গে আমার তুলনা করলে, দেখা যাবে শুধু আমার দলেই নয়, বরং পুরো বিশ্বেই আমি এখন সেরা।

সংখ্যাতত্ত্ব আপাতত সালাহকে সমর্থনই করছে। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোল (২২) করার সঙ্গে গোল বানিয়ে দেওয়ার (১৩) দিক দিয়েও তার সমকক্ষ কেউ নেই।

মোহাম্মদ সালাহ আরও বলেন, আমি সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার গোল ও অ্যাসিস্টের সংখ্যাগুলোই তার প্রমাণ।

তিনি বলেন, আমি সবসময় আমার কাজে মনোযোগী। নিজের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করতে আমার ভালো লাগে। আমি সবসময় ভিন্নভাবে কাজ করার চেষ্টা করি।

গত মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত খেলেছেন সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচে ২২ গোল করার পাশাপাশি পাঁচ অ্যাসিস্টও করেছিলেন।পাশপাশি চ্যাম্পিয়নস লিগেও করেছিলেন ৬ গোল।

সূত্র: আরটিভি