শিরোনাম
রোনাল্ড কোম্যান বরখাস্ত হওয়ার পর গত নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেন জাভি।
সে সময় কাতালান জায়ান্টরা চলতি মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় ছিল ১১তম স্থানে।
কাতালোনিয়ানদের বিশ্বাস রেখেছেন তাদের ‘ঘরের ছেলে’ জাভি। স্প্যানিশ কোচের অধীনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখা বার্সা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। রিয়াল বেতিসকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের খেলাও নিশ্চিত করল কাতালান জায়ান্টরা।
লা লিগার শিরোপা আগেই নিশ্চিত হয়ে গেছে। শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের পর চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটল বার্সা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
বেতিসের বিপক্ষে কাতালোনিয়ানদের শেষ মুহূর্তে জয় এনে দেন জর্দি আলবা। অতিরিক্ত সময়ে দানি আলভেসের ক্রসে স্প্যানিশ ডিফেন্ডারের দুর্দান্ত ভলিতে তিন পয়েন্ট আদায় করে জাভির দল। তার আগে ম্যাচটি সমতায় ছিল ১-১ ব্যবধানে।
বেতিসের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সা। বিরতির পর আক্রণভাগে বদল আনেন জাভি। ৭৫তম মিনিটে ফেরান তোরেসের পরিবর্তে মাঠে নামেন আনসু ফাতি। কোচের বিশ্বাসের প্রতিদান দিতে সময় নিলেন না স্প্যানিশ ফরোয়ার্ড।
পরের মিনিটে আলবার কাছ থেকে বল পেয়েই জাল খুঁজে নেন ফাতি। চোটের কারণে দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছে ১৯ বছর বয়সী তারকাকে। গত সপ্তাহে মায়োর্কার বিপক্ষ ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি। ৬ নভেম্বরের পর লা লিগায় প্রথম গোল পেলেন ফাতি।
তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ৭৯তম মিনিটে নাবিল ফেকিরের ফ্রি-কিক থেকে হেডে বেতিসকে সমতায় ফেরান ক্যাম্প ন্যুর সাবেক ডিফেন্ডার মার্ক বারত্রা। আর অতিরিক্ত চতুর্থ মিনিটে বার্সাকে জয়সূচক গোল এনে দেন আলবা।
সূত্র: দেশ রূপান্তর