শিরোনাম
ইংলিশ কাউন্টি দল গ্লুচেস্টারশায়ারের হয়ে চার বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। ইতোমধ্যে এক ম্যাচ খেলে ফেলেছেন আমির। তবে ভালো করতে পারেননি এই পাকিস্তানি পেসার।
বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলা পাকিস্তানের এই পেসার জানিয়েছেন, লাল বলের ক্রিকেট উপভোগ করছেন তিনি। ফলে তার টেস্টে ফেরা নিয়ে আবারও কথা উঠছে। তবে আমির জানিয়েছেন, টেস্টের ভবিষ্যত নিয়ে এখুনি কিছু বলতে চান না তিনি।
পাকিস্তানের জার্সিতে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সাদা পোশাকে খেলেছিলেন আমির। আবার সাদা পোশাকে ফিরে আমির অনুভব করলেন উন্নতি করছেন তিনি। নাসিম শাহর ইনজুরিতে গ্লুচেস্টাশায়ারের হয়ে মাঠে নামার সুযোগ হয়েছে আমিরের।
বর্তমানে কাউন্টি খেলা নিয়ে আমির বলেন, ‘আমি তিন বছর পর লাল বলে খেলছি। আসলে ফাস্ট বোলারের জন্য এই কাজটা সহজ নয়। গেল চার বছরেও আমি কোনো প্রথম শ্রেণির ক্রিকেট খেলিনি। তবে কাউন্টিতে প্রথম ম্যাচের পর থেকে আমি উন্নতি করতেছি। চেষ্টা করছি দলকে সাহায্য করতে।’
এরপরই টেস্টে নিজের ভবিষ্যত নিয়ে আমির আরও যোগ করেন, ‘আসলে টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে এখনই কথা বলাটা আসলে ঠিক হবে না। ভবিষ্যতে কি হয় বলা যায় না। হয়তো চিন্তা-ভাবনায় পরিবর্তনও আসতে পারে। তবে এখন আমি গ্লুচেস্টারশায়ারের হয়ে খেলায় মনোযোগ দিতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া আমির সর্বশেষ পিএসএল খেলার সময় আবার লাল বলে খেলার সিদ্ধান্ত নেন। নিজের সেই সিদ্ধান্ত নিয়ে আমির আরও যোগ করেন,
‘পিএসএল খেলার সময় আমি ইনজুরিতে পড়ি। ইনজুরি থেকে সেরে ওঠার সময় আমি ভাবছিলাম যে আর একবার লাল বলের ক্রিকেট খেলার চেষ্টা করে দেখলে কেমন হয়। আমার মনে হচ্ছে সঠিক পথে আছি, উন্নতি করছি। কাউন্টি ক্রিকেট শেষ করে আমি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যাবো।’
ক্যারিয়ারে ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা আমির পাকিস্তানের জার্সিতে ৩৬টি টেস্ট খেলেছেন। যেখানে ৭৫১ রানের পাশাপাশি ১১৯ উইকেট শিকার করেছেন এই পেসার।