শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা স্বপ্ন এঁকে মালেতে গিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে জামাল ভূঁইয়াদের অভিযান শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই জেতার লক্ষ্য অস্কার ব্রুজনের দলের। আর জিততে হলে গোল করতে হবে। এই জায়গাটিতেই লাল-সবুজ দলের বড় সমস্যা। অনেকদিন হলো সেভাবে কোনও যোগ্য স্কোরার নেই দলে! তাই এবার মালদ্বীপের সাফে ব্রুজনের ‘নাম্বার নাইন’ কে হবেন- এ নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা।
এবার নাইজেরিয়ান বংশোদ্ভূত এলিটা কিংসলেকে ‘নাম্বার নাইন’ পজিশনে খেলানোর রূপরেখা ছিল। কিন্তু ফিফার ছাড়পত্র না আসায় তাকে খেলানো যায়নি। এখন খাঁটি ‘স্থানীয়’ ফরোয়ার্ডরাই ভরসা। যদিও কোচ ব্রুজন আগে থেকে বলে আসছেন ‘নাম্বার নাইন’ নিয়ে তার আলাদা পরিকল্পনা আছে।
এই পরিকল্পনার মধ্যে সুমন রেজা, মাহবুবুর রহমান সুফিল, রাকিব হোসেন, জুয়েল রানা ও মতিন মিয়াকে নিয়ে চিন্তা-ভাবনা বেশি। এর মধ্যে সুমন রেজা, সুফিল ও মতিনের স্ট্রাইকার হিসেবে খেলার অভিজ্ঞতা আছে। প্রিমিয়ার লিগে অবশ্য গোলের দিক দিয়ে সুমন রেজা এগিয়ে আছেন, ৮ লক্ষ্যভেদ তার। এছাড়া কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দারুণ দুটি গোল করে নিজেকে চিনিয়েছেন আলাদা করে।
সুফিল লিগে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে কিরগিজস্তানের বিপক্ষে গোল আছে তার। মতিন মিয়া সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া গোলের পর অনেকটাই নিষ্প্রভ। লিগে কোনও গোলই যোগ করতে পারেননি ঝুলিতে।
দুই উইঙ্গার জুয়েল রানা ও রাকিব হোসেন দারুণ ফর্মে আছে। প্রিমিয়ার লিগে প্রথম জন ১০টি ও পরের জন ৮ গোল করেছেন।
তাই ব্রুজনের সম্ভাব্য ৪-৩-৩ ছকে ‘নাম্বার নাইন’ কে হবেন- এটা নিয়ে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে। প্রথাগত স্ট্রাইকার সুমন রেজা-মতিনের মধ্যে কাউকে বেছে নেবেন নাকি উইঙ্গারদের কাউকে দেখা যাবে এই পজিশনে, নিশ্চিত নয়। কেননা ব্রুজন খেলোয়াড়দের জায়গা পরিবর্তন করে খেলাতে পছন্দ করেন।