লিভারপুলের হাতে বিধ্বস্ত হওয়ার কারণ জানালেন ব্রুনো

ফানাম নিউজ
  ২০ এপ্রিল ২০২২, ১৩:৪৯

এমন দুঃসময় আসবে তা হয়তো কল্পনাও করেনি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। 

সাম্প্রতিক সময়ে খারাপ সময় যাচ্ছে ঠিক, তাই বলে চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিপক্ষে দুই ম্যাচ মিলিয়ে ৯ গোল হজম!

গত অক্টোবরে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অলরেডদের হাতে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেড ডেভিলরা। এবার অ্যানফিল্ডে গিয়ে মোহামেদ সালাহর জোড়া গোলে ৪-০ ব্যবধানে উড়ে গেল ইউনাইটেড।

এমন এক লজ্জাজনক হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রুনো ফার্নান্দেস। ওল্ড ট্রাফোর্ডের পর্তুগিজ মিডফিল্ডার মনে করেন, চলতি মৌসুমে লিভারপুলের সঙ্গে ইউনাইটেডের বিস্তর ফারাক। যেখানে ইউর্গেন ক্লপের দল লড়াই করছে প্রিমিয়ার লিগ শিরোপার জন্য, সেখানে ইউনাইটেড ‘কিছুর জন্যই লড়ছে না’।

ম্যাচ শেষে ইউনাইটেড সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ব্রুনো স্কাই স্পোর্টসে বলেন, ‘সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। এটা কখনো যথেষ্ট হবে না। তবে এখনো আমরা অনেক কিছু করতে পারি। তারা আমাদের কাছ থেকে অনেক বেশি প্রাপ্য।’
 
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমরা প্রত্যেকে শতভাগ চেষ্টা করেছি। তবে আমরা যথেষ্ট ভালো খেলিনি। লিভারপুল শিরোপার জন্য লড়ছে, এটাই আমাদের সঙ্গে ওদের পার্থক্য। আমরা কিছুর জন্যই লড়ছি না।’

সূত্র: দেশ রূপান্তর