শিরোনাম
দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্রেইন টিউমারে আক্রান্তে হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে রিয়াজুর রহমান রোহান।
৬৮ বছর বয়সী সামিউর রহমানের শারীরিক অবস্থা অনেক দিন ধরেই ভালো ছিল না। শেষ দিকে ভর্তি ছিলেন ইবনে সিনা হাসপাতালে। শরীরে অন্যান্য জটিলতাও ছিল।
বাংলাদেশের প্রথম ওয়ানডে খেলা সামিউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার। খেলোয়াড়ি জীবনে ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলিংয়ে বাংলাদেশের হয়ে ২টি ম্যাচ খেলেছেন। ৩০ রান দিয়ে কোনও উইকেট পাননি যদিও। তাছাড়া তিনি প্রখ্যাত ক্রীড়া পরিবারেরও অন্যতম সদস্য। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই তিনি।
১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সেখানে দুই ম্যাচেই বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেন সামিউর রহমান।
ক্লাব ক্যারিয়ারে মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নেও খেলেছেন দীর্ঘদিন। ক্রিকেট ছাড়ার পরও খেলাটির সঙ্গে নিজেকে যুক্ত রেখেছিলেন। অবসরের পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন।
সূত্র: বাংলা ট্রিবিউন