সাকিব খেলবে ধরেই নিচ্ছেন নির্বাচক রাজ্জাক

ফানাম নিউজ
  ১৯ এপ্রিল ২০২২, ০৯:২৪

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য সাকিব আল হাসানকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত বার্তা আসেনি। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও গণমাধ্যমে লঙ্কানদের বিপক্ষে সাকিবকে পাওয়ার বিষয়ে অনিশ্চয়তার কথাই বলেছিলেন।

তবে জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, সাকিব শ্রীলঙ্কা সিরিজে খেলবে এমনটাই ধরে নিয়েছেন তারা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সাকিবের পক্ষ হতে এখনও কোনো নেতিবাচক ইঙ্গিত পাননি বলেই দেশসেরা এই ক্রিকেটারকে পাওয়ার আশা তাদের।

মাঠের বাইরে ইদানিং খুব একটা ভালো সময় পার করছেন না সাকিব। পারিবারিক কিছু কারণে ব্যক্তিগত সমস্যায় রয়েছেন সাকিব। সদ্যই হারিয়েছেন শ্বাশুড়িকেও। এমন অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও, শেষ পর্যন্ত দেশেই ফিরে আসেন তিনি। এরপর আবার পারিবারিক কারণে পাড়ি জমান আমেরিকায়।

অবশ্য শ্রীলঙ্কা সিরিজ হবে আগামী মাসে ঈদের পর। সে হিসেবে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে সাকিব। তাই হয়তো লঙ্কানদের বিপক্ষে সাকিবকে পাওয়ার আশা রাজ্জাকের।

টাইগারদের এই নির্বাচক বলেন, ‘যেহেতু তার পক্ষ থেকে কোনো রকম না আসেনি, সুতরাং আমরা ধরে নিচ্ছি সে খেলবে। গত সিরিজেও সে খেলতে গিয়েছিল এবং যথেষ্ট যৌক্তিক কারণে সে চলে এসেছে। সে মানসিকভাবে অনেক শক্ত বলেই যে ওই অবস্থা থেকেও খেলে এসেছে। যেহেতু না করেনি তো ধরে নিচ্ছি সে খেলবে।’

সূত্র: আরটিভি