শিরোনাম
ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ২০১৮ সালে ছেলেসন্তানের মা হয়েছেন। এতদিন পর মির্জা পরিবারের এক পিলে চমকানো তথ্য প্রকাশ করেছেন সানিয়ার স্বামী ক্রিকেটার শোয়েব মালিক।
তিনি জানিয়েছেন, সন্তান যেন ফর্সা হয় সে জন্য গর্ভাবস্থায় তার স্ত্রীকে বেশি বেশি আপেল খাওয়ানো হয়েছিল।
পাকিস্তানের নিদা ইয়াসিরের মর্নিং শো 'শান-ই-সুহুরে'তে অভিনেত্রী উশনা শাহের সঙ্গে উপস্থিত হয়েছিলেন শোয়েব। সেখানে ফর্সা ত্বকের সৌন্দর্যের ওপর সমাজের ধারণা নিয়ে কথা উঠলে শোয়েব বলেন, 'আমার শাশুড়ি আমার স্ত্রীকে প্রচুর আপেল খেতে বাধ্য করেন। তারা বলে যে এতে শিশুর ত্বক ফর্সা হয়।'
এটি শোনার পর মালিককে উদ্দেশ্য করে উশনা বলেন, 'তোমার ছেলে তো ফর্সাই হয়েছে। জবাবে মালিক হেসে বলেন, হ্যাঁ খুবই ফর্সা। এটি কাজ করেছে।
উশনা শাহ জোর দিয়ে বলেন, কালো ত্বকের তুলনায় ফর্সা ত্বককে চূড়ান্ত সৌন্দর্যের মান হিসাবে বিবেচনা করা অযৌক্তিক। তিনি বলেন, 'আমি মনে করি লম্বা এবং কালো মানুষও সুদর্শন। আমার ক্রাশ কোবে ব্রায়ান্ট (আমেরিকান পেশাদার বাস্কেটবল খেলোয়াড়) যিনি কালো। মানুষকে কেন এভাবে দেখা হয় তা আমি বুঝতে পারি না। আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক সুন্দরী নারীর ত্বক কালো।'
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সমাজে ছড়িয়ে থাকা বর্ণবাদের বিরুদ্ধে শুধু শাহ একাই কথা বলেননি। মডেল মুশক কলিমও ২০১৯ সালে এর বিরুদ্ধে কথা বলেন। মডেলিংয়ের জন্য ত্বক ফর্সা করতে রাজি হননি মুশক।