ভারতকে ‘বড় ভাই’ বলছেন শ্রীলংকার ক্রিকেট তারকারা

ফানাম নিউজ
  ১১ এপ্রিল ২০২২, ১২:২৫
আপডেট  : ১১ এপ্রিল ২০২২, ১২:২৬

শ্রীলংকার কঠিন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে প্রতিবেশী দেশ ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শ্রীলংকার প্রতি এই বন্ধুসুলভ মনোভাবকে সাধুবাদ জানিয়েছেন শ্রীলংকার সাবেক প্রতিভাবান ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ও রোশন মহানামা।

সম্প্রতি ভারতকে ‘বড় ভাই’ হিসাবে সম্বোধন করে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই দুই তারকা ক্রিকেটার। এএনআই।

শ্রীলংকার বাঁ-হাতি ব্যাটিং কিংবদন্তি সনাথ জয়সুরিয়া দ্বীপরাষ্ট্রে চলমান অর্থনৈতিক সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। এই দুঃসময়ে ভারতের ভূমিকার প্রশংসা করে এএনআইকে জয়সুরিয়া বলেন, ‘প্রতিবেশী হিসাবে আমাদের দেশের পাশের বড় ভাই আমাদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন।

এ কারণে আমরা ভারত সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ।’ এর আগে বুধবার, ভারত দ্বীপদেশে বিদ্যুৎ সংকট মোচনে সাহায্য করতে এখন পর্যন্ত দুই লাখ ৭০ হাজার মেট্রিক টন জ্বালানি সরবরাহ করেছে। সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসেকে আহ্বান জানিয়ে চলমান বিক্ষোভকে সমর্থন করেন এক সময়ের দুর্দান্ত অলরাউন্ডার জয়সুরিয়া। তিনি বলেন, ‘তেল এবং গ্যাসের ঘাটতি রয়েছে। ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। তেল, গ্যাস ও গুঁড়ো দুধের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। মানুষ সত্যিই খুব কষ্টে আছে। এ জন্য ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করার অধিকার রয়েছে ভুক্তভোগী সাধারণ মানুষের।’

সরকারকে সতর্ক করে জয়সুরিয়া বলেন, ‘পরিস্থিতি সঠিকভাবে মোকাবিলা করা না হলে বিপর্যয় ঠেকানো যাবে না। আমরা ওই বিপর্যয় দেখতে চাই না।’ জয়সুরিয়ার সুরে কথা বললেন সাবেক ক্রিকেট তারকা ডান-হাতি ব্যাটার ও দুর্দান্ত ফিল্ডার রোশন সিরিওয়ারদেনে মহানামাও।

তিনি এএনআইকে বলেন, ‘আমরা ভারতের কাছ থেকে সমর্থন আশা করছি- কারণ তারা সবসময়ই বড় ভাইয়ের মতো শ্রীলংকার পক্ষে অবস্থান নেয়। পাকিস্তানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং চীনের সঙ্গেও। তাদের সবার সমর্থন আমাদের প্রয়োজন।’

মহানামা বলেছেন দেশের চলমান সংকটের জন্য শ্রীলংকার নেতারাই দায়ী।