শিরোনাম
আইপিএল ইতিহাসে এতোটা বাজে শুরু আর কখনও করেনি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
শনিবার বিকেলে কাগজে কলমে সবচেয়ে দুর্বল দল সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে আইপিএলের চারবারের চ্যাম্পিয়নরা।
এ নিয়ে টানা চারটি ম্যাচে হারলো তারা। আইপিএলের আগের ১৪ আসরে কখনও প্রথম চার ম্যাচে হারতে হয়নি তাদের। এর ২০১০ সালের আসরে মাঝপথে গিয়ে টানা চার ম্যাচ হেরেছিল দলটি। দুইবারের একবারও জয়খরা শুরুর ম্যাচে অধিনায়ক ছিলেন না মহেন্দ্র সিং ধোনি।
এবার টানা চার পরাজয় দিয়ে আসর শুরুর পর দলের বিশ্বাসই হারিয়ে গেছে বলে মেনে নিলেন হেড কোচ স্টিফেন ফ্লেমিং। দলের সমস্যা ঠিক কোথায় তা জানিয়ে তিনি সরাসরি বলেন, ‘আমার মনে হয় বিষয়টি পরিষ্কার। আমাদের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে কাজ করতে হবে, উন্নতি করতে হবে।’
তিন বিভাগেই যে পিছিয়ে রয়েছে চেন্নাই, এর প্রমাণ মেলে তাদের পরাজয়ের ব্যবধানগুলোতে। এখন পর্যন্ত দুইটি ম্যাচ ৬ উইকেটে, একটি ৮ উইকেট ও অন্যটি ৫৪ রানের ব্যবধানে হেরেছে রবিন্দ্র জাদেজার নেতৃত্বাধীন দলটি। যা প্রমাণ করে প্রতিপক্ষকে তেমন চ্যালেঞ্জই জানাতে পারছে না তারা।
এমতাবস্থায় দলের বিশ্বাসের জায়গা নড়বড়ে হয়ে গিয়েছে জানিয়ে ফ্লেমিং বলেন, ‘আমাদের সামনে এমন কিছুই নেই যা নিজেদের বিশ্বাসকে সাহায্য করবে। আমরা ম্যাচ জিততে পারছি না, কোনো ম্যাচে কাছাকাছিও যেতে পারছি না। এমন হলে কখনও কখনও নিজের ওপর সংশয় চলে আসে, খেলোয়াড়রাও খানিক পিছিয়ে পড়ে।’
এসময় হায়দরাবাদের কাছে ৮ উইকেটে হারের ম্যাচ নিয়ে তিনি আরও যোগ করেন, ‘সম্ভবত ম্যাচের প্রতিটা মুহূর্তই আমাদের চিন্তার জায়গা। আমরা রীতিমতো উড়ে গেছি। মনে হচ্ছে আমরা শিখছি। সব খেলোয়াড়কে পাওয়া নিয়েও সমস্যায় ভুগছি আমরা।’
সূত্র: জাগো নিউজ