শিরোনাম
ম্যাচ শুরুর মাত্র দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। সমতায় ফেরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়ল মারুফুল হকের শিষ্যরা।
তাতে সফল বন্দর নগরীর দলটি। শেষ মুহূর্তে দুই গোলে দুর্দান্ত কামব্যাক করে চ. আবাহনী। বন্দর নগরীর দলটিকে জেতালেন দুই নাইজেরিয়ান। মারুফুল হকের শিষ্যরা ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।
শুক্রবার রাজশাহী জেলা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে পুলিশকে এগিয়ে দেন মোহামেদ আল আমিম। চ. আবাহনী সেই গোল শোধ করে পেনাল্টি থেকে, ৮৪তম মিনিটে। স্পট-কিক থেকে জাল খুঁজে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার এবিমোবোয়ি। এর দুই মিনিট পর চ. আবাহনীকে জয়সূচক গোল এনে দেন আরেক নাইজেরিয়ান, ডিফেন্ডার কাহিন্দে ইসা আনিফোউসে।
এই জয়ে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চারে আছে চ. আবাহনী। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২১। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে তারা। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ছয়ে পুলিশ।
সূত্র: দেশ রূপান্তর