শিরোনাম
চলছে রমজান মাস। অবধারিতভারে সারা বিশ্বের মুসলমানেরা এখন সিয়াম সাধনায় ব্যস্ত। আর এরই মধ্যে চলেছে উয়েফা চ্যাম্পিয়নশিপ।
তাই বলে কি রোজা রাখবে না এতে অংশ নেওয়া মুসলিম ফুটবলাররা? নাকি রোজা রাখতে খেলাটাই বন্ধ রাখবেন এ মাসজুড়ে!
না দুটোর একটাও করছেন না রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। এ মুসলিম ফরাসি স্ট্রাইকার রোজা রেখেই খেলে যাচ্ছেন।
সারাদিন রোজা রেখে ইফতার সেরেই মাঠে নেমে পড়ছেন। শুধু নামছেনই না; দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এনে দিচ্ছেন কাঙ্ক্ষিত জয়।
বুধবার রাতে চেলসির বিপক্ষে ম্যাচের আগেও রোজা ছিলেন তিনি। ম্যাচ শুরুর ১০-১৫ মিনিট আগে ইফতার সেরেছিলেন। আর এরপর মাঠে নেমেই করলেন দলকে জেতানো দুর্দান্ত এক হ্যাটট্রিক।
রোজা যে তার পারফরম্যান্সে কোনো বাধা নয়; উল্টো আরো জীবনীশক্তি বাড়িয়ে দেয় তা আগেই বলেছিলেন বেনজেমা।
রমজান শুরু আগে তার সাক্ষাৎকার নেয় এস্কুইর মিডল ইস্ট।
তাকে সাংবাদিক জিজ্ঞেস করেন, রমজানে আপনার রুটিন, সময়সূচী এবং প্রশিক্ষণ ব্যবস্থার উপর কী প্রভাব ফেলবে?
রিয়াল মাদ্রিদের প্রাণভ্রমরা বলেন, ‘রোজা কোনো প্রভাব ফেলে না আমার উপর। এটা অসাধারণ এক অনুভূতি। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং রোজা রাখলে আমি খুব ভালো বোধ করি। রমজান আমার জীবনের অংশ, যা ধর্ম আমার জন্য বাধ্যতামূলক করেছে। রোজা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন রোজা রাখি তখন আমি ভালো অনুভব করি।’
প্রশ্নকর্তা ফের জিজ্ঞেস করেন, (মুসলমানদের জন্য) এ মাস স্রষ্টার কাছে (কৃতজ্ঞতা) প্রকাশের সময়। আপনি কিসের জন্য কৃতজ্ঞ?
বেনজেমার সহজ জবাব, ‘আমি সুস্থ থাকার জন্য কৃতজ্ঞ।’
এ নিয়ে টানা দুই চ্যাম্পিয়নস লিগ ম্যাচে হ্যাটট্রিক পেলেন ‘কিং করিম’। এর আগে এই কীর্তি গড়েছিলেন তারই সাবেক ক্লাব সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।