কাতার বিশ্বকাপে হবে না ১০০ মিনিটের ম্যাচ

ফানাম নিউজ
  ০৭ এপ্রিল ২০২২, ১১:১৬

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি প্রস্তাব জানান, ৯০ নয় বরং ১০০ মিনিটের ফুটবল ম্যাচ খেলার। আসন্ন কাতার বিশ্বকাপ থেকেই এমন দৃশ্য দেখার জোর গুঞ্জনও উঠেছিল। তবে সেই গুঞ্জন থামিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজেই।

এক টুইটার বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা মিডিয়া। সেই বিবৃতিতে ফিফার পক্ষ থেকে জানানো হয়, ‘সংবাদমাধ্যমে প্রতিবেদন ও গুঞ্জন তৈরি হওয়ার পর ফিফা জানাতে চায়, ২০২২ কাতার বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময় নিয়ে কোনো নিয়ম পাল্টানো হবে না।’

যদিও ফিফার সর্বশেষ সভায় কিছু নিয়ম নতুন করে কার্যকর করার আলোচনা উঠেছিল। দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করারও প্রস্তাব ওঠে সে সভায়। সেখানেই প্রস্তাব এসেছে বিশ্বকাপের ম্যাচগুলো ৯০ থেকে ১০০ মিনিটে করার।

বলের সমন্বয় ঠিকঠাকভাবে করার জন্যই এক শ মিনিট করার চিন্তা-ভাবনা করছে ফিফা। যে কারণে ১০ মিনিট বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা। এমনটাই জানিয়েছিল ইতালিয়ান সংবাদ মাধ্যম কোরিয়ের দেল্লো স্পোর্ত।

ইতালিয়ান সংবাদমাধ্যমটি আরও জানিয়েছিল, আসন্ন কাতার বিশ্বকাপেও এমন কিছু করার পরিকল্পনা প্রস্তাব দিয়েছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে নিজেদের বিবৃতিতেই এমন পরিকল্পনা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই বলেও জানিয়ে দিলো ফিফা।