ঘরের মাঠে বায়ার্নকে হারিয়ে দিলো ভিয়ারিয়াল

ফানাম নিউজ
  ০৭ এপ্রিল ২০২২, ১০:১৫

ঘরের মাঠে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিলো স্প্যানিশ দল ভিয়ারিয়াল। এল মাদ্রিগালে আক্রমণ বেশি করেছিল আগের ম্যাচে গোলের বন্যা বইয়ে দেওয়া বায়ার্ন। অপরদিকে পুরো ম্যাচে মাত্র ১টা বল গোলমুখে রাখতে পারে ভিয়ারিয়াল। তাতেই জুলিয়ান নাগেলসম্যানের দলের বিপক্ষে জয় নিয়ে দর্শকদের আনন্দে ভাসায় ভিয়ারিয়াল।

কোয়ার্টার ফাইনালে দুই দলের প্রথম লেগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জয় পায় ভিয়ারিয়াল। এই প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে ভিয়ারিয়ালের এটিই প্রথম জয়। এর আগে দুইবারের দেখায় প্রতিবারই হার নিয়ে মাঠ ছেড়েছিল ভিয়ারিয়াল। এদিকে চলতি মৌসুমে এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৮ম মিনিটের মাথায়। জিওভান্নি লো সেলসোর পাস থেকে দানিয়েল পারেহোর শটে কেবল পা ছুঁয়ে দিয়েই দলকে আনন্দে ভাসান আরনাত দানজুমা। এরপর ম্যাচে বায়ার্ন ২২টি আক্রমণ করলেও খেলায় সমতা ফেরাতে পারেনি।

২০০৬ সালের এপ্রিলের পর চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ঘরের মাঠে জয় দেখলো ভিয়ারিয়াল। সর্বশেষ ইন্টার মিলানের বিপক্ষে জয় দেখেছিল দলটি। সেটিও ছিল ১-০ ব্যবধানের।

সর্বশেষ পাঁচ বার নকআউট স্টেজের প্রথম লেগে হারার পর চারবারই বাদ পড়েছে বায়ার্ন মিউনিখ। এরমধ্যে তিনবারই স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এবারও স্প্যানিশ দলের বিপক্ষে নকআউট স্টেজের প্রথম লেগ হার দিয়ে শুরু করল বায়ার্ন।