জয় দিয়ে পাকিস্তান সফর শেষ করল অস্ট্রেলিয়া

ফানাম নিউজ
  ০৬ এপ্রিল ২০২২, ১৪:৪৩

দুই যুগ পরে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজ, তিন ম্যাচের ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসলামাবাদে পৌঁছায় অজিরা।

গত নভেম্বরেই চূড়ান্ত হয়েছিল দুই দলের এই সূচি। প্রায় তিন মাসের নিবিড় পর্যবেক্ষণ শেষে পাকিস্তানে যেতে সম্মতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অজিদের সফর উপলক্ষে বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে সাজে পাকিস্তানের প্রধান শহরগুলো।

১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফরে যাওয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ জিতে নেয় ১-০ ব্যবধানে। ৪ মার্চ থেকে শুরু হয় দু’দলের টেস্ট সিরিজ। রাওয়ালপিন্ডি ও করাচি টেস্ট ড্রয়ের পর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ১১৫ রানে জেতে সফরকারীরা।

একই ভেন্যুতে সিরিজের প্রথম ওয়ানডে জিতলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাকি দুই ম্যাচ জিতে নেয় পাকিস্তান। স্বাগতিকেরা ওয়ানডে সিরিজ জেতে ২-১ ব্যবধানে।
 
তবে ২৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়া অস্ট্রেলিয়া এই সফর শেষ করল জয় দিয়ে। ৫ মার্চ, লাহোরে একমাত্র টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জিতেছে অজিরা।

টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ঝোড়ো ফিফটিতে ৮ উইকেটে করে ১৬২ রান করে। জবাবে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৫৫ রানের ‍সুবাদে ৭ উইকেটে ১৬৩ রান করে তারা।

ক্রিকেটের এই শতাব্দীতে প্রথমবার পাকিস্তান ঘরের মাঠে খেলে অস্ট্রেলিয়া। পুরো সফরে তিন ফরম্যাটে অজিদের ৩ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২ ম্যাচে। টেস্ট সিরিজ জয়ে একটি রেকর্ডও গড়ে সফরকারী দল।

২০১১ সালের পর প্রথমবারের মতো এশিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতে অস্ট্রেলিয়া। অন্যদিকে ২০০২ সালের পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান।

সূত্র: দেশ রুপান্তর