শিরোনাম
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে বসেছেন সাদিও মানে। অলরেড কিংবদন্তি স্টিভেন জেরার্ডকে টপকে মোহামেদ সালাহর পেছনে জায়গা করে নিলেন সেনেগালিজ ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে লিসবন সফরে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। লুইস দিয়াজের অ্যাসিস্টে অলরেডদের হয়ে ৩৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন মানে।
লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়নস লিগে ২২ গোল করেছেন ২৯ বছর বয়সী তারকা। ২১ গোল নিয়ে মানেকে জায়গা ছেড়ে দিয়ে তিনে নেমে গেছেন সাবেক ইংলিশ মিডফিল্ডার জেরার্ড। আর ৩৩ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন সালাহ।
২০১৭-১৮ মৌসুমের পর চ্যাম্পিয়নস লিগে আর কোনো খেলোয়াড় মানের চেয়ে বেশি গোল করতে পারেননি। এই সময়ের মধ্যে ১৩ গোল করেছেন লিভারপুল ফরোয়ার্ড।
এছাড়া বেনফিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই গোলে এগিয়ে থেকে একটি রেকর্ডও করেছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রথমবারের মতো লিভারপুল নিজেদের ইতিহাসে সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছে টানা ৮ অ্যাওয়ে ম্যাচ।
সূত্র: দেশ রূপান্তর