ক্যানসারে আক্রান্ত ডাচ কোচ লুই ফন গাল

ফানাম নিউজ
  ০৪ এপ্রিল ২০২২, ১৫:৫৫

প্রোস্টেট বা মুত্রথলির ক্যানসারে আক্রান্ত হয়েছেন নেদারল্যান্ডস জাতীয় ‍ফুটবল দলের কোচ লুই ফন গাল।

শুরুতে শিষ্যদের নিজের অসুস্থতার খবরটি দিতে চাননি ৭০ বছর বয়সী কোচ। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এক টেলিভিশনে ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে জানান ফন গাল।

খবরটা গোপনই রেখেছিলেন তিনি। এমনকি জানাননি নিজের শিষ্যদেরও। তবে রবিবার ডাচ টিভি শো হামবার্তোতে ডাচ কোচ জানান, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ইতোমধ্যে তিনি ২৫ বারের বেশি রেডিয়েশন চিকিৎসা নিয়েছেন।

ফন গাল বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করি তাদের কথাটা ওভাবে বলিনি। কারণ এটা তাদের কাজকে প্রভাবিত করতে পারে। তাই আমি ভেবেছিলাম তাদের জানা উচিত নয়।

তিনি আরও বলেন, ‘আপনি প্রোস্টেট ক্যানসারে নাও মরতে পারেন। অন্তত ৯০ শতাংশ ক্ষেত্রে তো নয়। এটি সাধারণত অন্তর্নিহিত এক রোগ যা আপনাকে হত্যা করে। এর জন্য ২৫ বার রেডিয়েশন চিকিৎসা নিয়েছি।’

সূত্র: দেশ রূপান্তর