শিরোনাম
ডারবানের কিংসমেডের উইকেট সাধারণত শুরুতে ব্যাটারদের সুবিধা দিয়ে থাকে, ধীরে ধীরে উইকেট ভাঙলে সুবিধা পেতে শুরু করেন স্পিনাররা।
টস জিতে এই উইকেটে তাই ব্যাটিংই বেছে নেয় বেশিরভাগ দল। কিন্তু বাংলাদেশ করলো উল্টোটা। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানায় আগে ব্যাটিং করতে।
বাংলাদেশ দলের এই সিদ্ধান্ত বিস্মিত করেছে প্রোটিয়া দলের অভিষিক্ত ব্যাটার রায়ান রিকেলটনকে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই বিস্মিত হয়েছি। ডারবানে আমরা সাধারণত প্রথমে ব্যাটিং নেই। উইকেট যত দিন গড়ায়, বোলাররা টার্ন পেতে থাকে। টস জিতলে আমরা ব্যাটিংই নিতাম।’
রিকেলটন যোগ করেন, ‘অনেকে হয়তো বলতে পারে, ডারবানে এই ধরনের পিচ আগে দেখেনি। সম্ভবত এই কারণেই তারা (বাংলাদেশ) আগে বোলিং নিয়েছে। তারা সম্ভবত তিন পেসার দিয়ে কিছু করতে চেয়েছিল। তবে আমরা ব্যাটিং পেয়ে খুশি।’
ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে বাংলাদেশকে বেশ ভোগায় দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার আর সারেল এরউই মিলে বিনা উইকেটে ৯৫ তুলে যান লাঞ্চ বিরতিতে। পরে তারা শতরানের (১১৩) জুটিও পার করেন।
রিকেলটন মনে করেন, ওপেনিং জুটিটা তাদের শক্ত ভিত গড়ে দিয়েছে। তিনি বলেন, ‘তাদের (এলগার-সারউই) টুপি খোলা অভিনন্দন। যে কোনো ফরম্যাটেই শতরানের জুটি ভালো একটা ভিত গড়ে দেয়। তারা খুব ভালো খেলেছে, বাজে বল মেরেছে। অবশ্যই তারা ম্যাচের বাকি সময়ের জন্য একটা জায়গা করে দিয়েছে আমাদের।’