শিরোনাম
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ'র কোচ কার্লো আনচেলত্তি। আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে ক্লাব ফুটবল। তার আগেই দুঃসংবাদ রিয়াল মাদ্রিদ শিবিরে।
বুধবার সকালে রিয়াল সংক্ষিপ্ত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, ‘রিয়াল মাদ্রিদ নিশ্চিত করছে যে, আমাদের প্রধান কোচ কার্লো আনচেলত্তির কভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে।’
যার ফলে আগামী শনিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে না থাকার সম্ভাবনায় বেশি ইতালিয়ান কোচের। আনচেলত্তির পরিবর্তে রিয়ালের ডাগআউটে দাঁড়াতে পারেন তার ছেলে দাভিদ আনচেলত্তি।
সেল্তা ভিগোর মাঠে খেলার পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা। রিয়াল আশা করছে, আগামী সপ্তাহের ম্যাচটিতে দলের সঙ্গে স্টামফোর্ড ব্রিজে যেতে পারবেন আনচেলত্তি।
সূত্র: দেশ রূপান্তর