ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

ফানাম নিউজ
  ৩০ মার্চ ২০২২, ১৭:২৫

নারী বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানে হারিয়েছে অজি মেয়েরা। এই বড় ব্যবধানের জয়ে নারী বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। 

ওয়েলিংটনে সকালের বৃষ্টিতে ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। ভেজা ভেজা আবহাওয়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৩০৫ রানের বিশাল সংগ্রহ পায় আসরের ফেবারিট অস্ট্রেলিয়া।

১০৭ বলে ১৭ চার ও ১ ছয়ে ঝোড়ো ১২৯ রানের ইনিংস খেলেন ওপেনার-উইকেটরক্ষক অ্যালিসা হিলি। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ওপেনিংয়ে র‌্যাচেল হেইন্সের (৮৫) সঙ্গে ২১৬ রানের জুটি গড়েন হিলি। 

উইন্ডিজ মেয়েদের জিততে হলে রেকর্ড গড়তে হতো। নারী ওয়ানডেতে এত বিশাল লক্ষ্য তাড়া করে জিততে পারেনি কেউ। সেই পরিসংখ্যানে আগেই হেরে বসা ক্যারিবিয়ানরা ৩৭ ওভারে ১৪৮ রানে গুটিয়ে যায়।
 
চোটের কারণে ব্যাট করেনি তাদের দুই ব্যাটার চিনেলে হেনরি ও আনিসা মোহাম্মদ। তবে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়া উইন্ডিজ মেয়েদের মধ্যে লক্ষ্য তাড়া করে জেতার তেমন মানসিকতা দেখা যায়নি।

দলীয় ১২ রানে বেথ মোনির দুর্দান্ত ক্যাচ হয়ে শূন্য হাতে সাজঘরে ফেরেন ওপেনার রাশাদা উইলিয়ামস। এরপর আরেক ওপেনার দিয়ান্দ্রা ডটিন (৩৪) চেষ্টা করেছিলেন দলের রান বাড়ানোর। তার বিদায়ের পর হেইলিই ম্যাথিউস (৩৪) ও অধিনায়ক স্তেফানি টেলর (৪৮) ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের ঘরে পা রাখতে পারেননি।

বৃহস্পতির নারী বিশ্বকাপের আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এখান থেকে জয়ী দল রবিবার ক্রাইস্টচার্চের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ৩০৫/৩ (৪৫ ওভার): হিলি ১২৯, হেইন্স ৮৫

ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ (৩৭ ওভার): টেলর ৪৮, জনাসেন ২/১৪

সূত্র: দেশ রূপান্তর