শিরোনাম
বাঁচামরার ম্যাচে জ্বলে উঠলেন ব্রুনো ফার্নান্দেস। উত্তর মেসেডোনিয়াকে রূপকথার গল্প লিখতে দিল না পর্তুগাল।
ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডারের জোড়া গোলে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগিজরা। ঘরের মাটিতে প্লে-অফের ফাইনালে উ. মেসেডোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফের্নান্দো সান্তোসের দল।
পোর্তোতে ম্যাচের ৩২তম মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো। ওল্ড ট্রাফোর্ড সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ওয়ান-টু পাস খেলে বক্স থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান তিনি। এরপর ৬৫তম মিনিটে দিয়োগো জোতার ক্রসে দুর্দান্ত ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন ব্রুনো।
প্লে-অফের সেমিতে ইতালির স্বপ্ন ভেঙে দিয়েছিল মেসেডোনিয়ানরা। অন্যদিকে তুরস্কের বিপক্ষে দাপুটে জয় পায় পর্তুগাল। প্লে-অফের ফাইনালে পর্তুগিজদের বিপক্ষে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন বিসর্জন দিল উ. মেসেডোনিয়া।
এ নিয়ে অষ্টম ও টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করল পর্তুগাল। সেই সঙ্গে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলবেন পর্তুগিজদের প্রাণভোমরা রোনালদো। হয়তো ৩৭ বছর বয়সী তারকার এটিই শেষ বিশ্বকাপ।
প্লে-অফের শেষ চার থেকে ছিটকে যাওয়া ইতালি-তুরস্কও মুখোমুখি হয় এদিন। তাতে পিছিয়ে পড়েও রাসপারোদির জোড়া গোলে ৩-২ ব্যবধানের জয় পেয়েছে আজ্জুরিরা।
সূত্র: দেশ রূপান্তর