শিরোনাম
প্লে-অফের ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সুইডিশরা। অবসর ভেঙে জাতীয় দলে ফিরেও সুইডেনকে বিশ্বকাপের টিকিট এনে দিতে পারলেন না জ্লাতান ইব্রাহিমোভিচ।
নির্ধারিত সময় শেষ হওয়ার ১১ মিনিট আগে মাঠে নামেন ইব্রা। ততক্ষণে দুই গোল হজম করে বসেছে সুইডেন। পোলিশরাও কামব্যাকের কোনো গল্প লিখতে দেয়নি সুইডিশদের।
২০১৬ সালে অবসর নেওয়া ইব্রা বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনকে সাহায্য করতে জাতীয় দলে ফিরেছিলেন। কিন্তু ৪০ বছর বয়সী এসি মিলান স্ট্রাইকারের স্বপ্ন পূরণ হলো না। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা সুইডিশদের এবার ২০২২ বিশ্বকাপ দেখতে হবে দর্শক হয়ে।
পোল্যান্ডকে কাতার বিশ্বকাপে পৌঁছে দিলেন রবার্ট লেভানডফস্কি ও পিওতর জিয়েলিনস্কি। ঘরের মাঠ স্লাস্কি স্টেডিয়ামে ৪৯তম মিনিটে এগিয়ে যায় পোলিশরা। মিডফিল্ডার ক্রিচোভিয়াক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পোল্যান্ড। স্পট-কিক থেকে জাল খুঁজে নেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড লেভা।
এরপর সমতায় ফিরতে জোর আক্রমণ চালায় সুইডেন। কিন্তু ৭২তম মিনিটে উল্টো দ্বিতীয় গোল হজম করে বসে ইয়ান অ্যান্ডারসনের দল। সুইডিশদের রক্ষণভাগের সুযোগ নিয়ে পোল্যান্ডের ব্যবধান বাড়ান জিয়েলিনস্কি। বাকি সময় চেষ্টা করেও দলকে সমতায় ফেরাতে পারেনি সুইডেন।
সূত্র: দেশ রূপান্তর