বলিভিয়াকে হারিয়ে ব্রাজিলের নতুন রেকর্ড

ফানাম নিউজ
  ৩০ মার্চ ২০২২, ১৬:১৯

রিচার্লিসনের জোড়া গোলে বলিভিয়াকে তাদেরই মাঠে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে সেলেসাওরা। দুর্দান্ত ফর্মে থাকা কোচ তিতের শিষ্যরা টানা তিন ম্যাচে পেল চার গোলের ব্যবধানে জয়। হজম করেনি এক গোলও।

এর আগে গত ফেব্রুয়ারিতে প্যারাগুয়েকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। এরপর গত সপ্তাহে চিলিকে সমান ব্যবধানে হারায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই ম্যাচে কার্ড সমস্যার কারণে নেইমার ও ভিনিসিয়াস জুনিয়রকে পায়নি ব্রাজিল। তবে তাতেও বড় জয় আটকায়নি দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২২ কাতার বিশ্বকাপ নিশ্চিত করা সেলেসাওদের।

২৪তম মিনিটে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় ব্রাজিল। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে জাল খুঁজে নেন রিচার্লিসন। এভারটন ফরোয়ার্ড নিজের দ্বিতীয় গোলটি করেন নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা প্রথম মিনিটে। তার আগে ৬৬তম মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন ব্রুনো গুইমারেস।
 
এই জয়ে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার একটি রেকর্ডও ভাঙল তিতের দল। এবারের বিশ্বকাপ বাছাইয়ে ১৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ২০০২ বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনার ৪৩ পয়েন্ট ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের আগের সর্বোচ্চ। এবার ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লা আলবিসেলেস্তেরা।

সূত্র: দেশ রূপান্তর