শিরোনাম
এবার ফ্রান্সের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির রেকর্ড ভাঙার আরও কাছে চলে এলেন অলিভিয়ের জিরু। এই রেকর্ড নিজের করে নিতে আর মাত্র পাঁচ গোল দরকার আর্সেনাল ও চেলসির সাবেক স্ট্রাইকারের।
মার্শেইতে প্রীতি ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও জিরু ও অঁরেলিয়েঁ চৌয়ামেনির গোলে ২-১ ব্যবধানে জিতেছে ফ্রান্স। ১৯তম মিনিটে আর্সেনাল উইঙ্গার নিকোলাস পেপের গোলে পিছিয়ে পড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এর তিন মিনিট পর সমতায় ফেরে ফ্রান্স। এসি মিলান সতীর্থ থিয়ো হার্নান্দেজের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন জিরু। এ নিয়ে ৪৭তম আন্তর্জাতিক গোল পেলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। সেই সঙ্গে জাতীয় দলের হয়ে এটি তার টানা ১৯তম গোল।
ফরাসিদের মধ্যে সর্বোচ্চ গোলের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জিরু। ৫১ গোল নিয়ে শীর্ষে আছেন আর্সেনাল ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকার অঁরি।
আফ্রিকান দলটির বিপক্ষে ফ্রান্স জয়সূচক গোলটি পায় ম্যাচের অন্তিম মুহূর্তে। অতিরিক্ত তৃতীয় মিনিটে মাত্তেও গুয়েনদোজির কর্নার থেকে হেডে বল জালে পাঠান মোনাকো মিডফিল্ডার চৌয়ামেনি।
আগামী মঙ্গলবার রাতে দিদিয়ের দেশমের দল আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে ব্যর্থ হওয়া আইভরি কোস্ট একইদিনে ওয়েম্বলিতে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ডের।
সূত্র: দেশ রূপান্তর