পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেলেন স্মিথ

ফানাম নিউজ
  ২৬ মার্চ ২০২২, ১৪:২০

গত শুক্রবার স্বাগতিক পাকিস্তানকে লাহোর টেস্টে ১১৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় অজিরা। দুই যুগ পর পাকিস্তান সফরে গিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। 

এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। তবে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে স্টিভেন স্মিথকে পাচ্ছে না সফরকারী দল।

গত বছর কনুইতে পাওয়া চোটে ফের অস্বস্তি বোধ হচ্ছে স্মিথের। ৩২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের পরিবর্তে সাদা বলের সিরিজের জন্য কুইন্সল্যান্ড লেগ-স্পিনার মিচেল সুয়েপসনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।

কনুইয়ের চোট উদ্বিগ্নতা ও ঝুঁকি এড়াতে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে দ্রুততম ৮ হাজার রানের রেকর্ড গড়া ব্যাটার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না থাকার প্রসঙ্গে বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে এসব ম্যাচে না থাকা হতাশার। মেডিকেল কর্মীদের সঙ্গে কথা বলার পর বিরতি নেওয়ার প্রয়োজন দেখতে পাচ্ছি।’
 
লাহোরে হবে সাদা বলের সিরিজের সব ম্যাচ। ২৯ মার্চ হবে দু’দলের প্রথম ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ এপ্রিল।

সূত্র: দেশ রূপান্তর