জরিমানাসহ দুই ম্যাচ নিষিদ্ধ জেসন রয়

ফানাম নিউজ
  ২৩ মার্চ ২০২২, ১৩:৩৩

এবার আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে জেসন রয়কে। মঙ্গলবার ইসিবি এক বিবৃতিতে জানায়, শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ২৫০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা)।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটারকে এই বড় শাস্তি দিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ক্রিকেট ডিসিপ্লিন কমিশনের একটি প্যানেলের দাবি, ইসিবির নিয়ম অনুযায়ী ৩.৩ নম্বর ধারা ভঙ্গ করেছেন রয়।

তবে তার অপরাধের বিষয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি ইসিবি। প্রসঙ্গত, ৩১ মার্চের মধ্যেই রয়কে জরিমানা দিতে হবে।

বোর্ড আরও জানায়, আগামী ১২ মাস জেসন রয়ের ওপর নজর থাকবে তাদের। ভালো আচরণের ওপর ভিত্তি করে থাকবে স্থগিত নিষেধাজ্ঞাও।

জাতীয় দলের জার্সিতে রয়কে সর্বশেষ দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর তিনি পিএসএলে খেলেছেন। আইপিএলের মেগা নিলামে তাকে দলে নেয় নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস। কিন্তু টুর্নামেন্ট শুরু আগেই জৈব-সুরক্ষা বলয়ে ক্লান্তির কথা জানিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান রয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নেন তিনি।

২০১৯ সালে ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেন রয়। আইপিএল ছাড়াও সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুর ম্যাচগুলো খেলা হবে না তার।

সূত্র: দেশ রূপান্তর