পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, থাকছে নতুন দুই মুখ

ফানাম নিউজ
  ১৯ মার্চ ২০২২, ১৫:৪৫

আসন্ন সাদা বলের সিরিজের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই নতুন মুখ আসিফ আফ্রিদি ও মোহাম্মদ হারিসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান। এই দু’জন চলমান পাকিস্তান কাপে চমৎকার পারফরম্যান্স করেছেন।

বাঁহাতি স্পিনার আসিফ সম্প্রতি পাকিস্তান সুপার লিগেও নজর কেড়েছিলেন। মুলতান সুলতানের হয়ে পাঁচ ম্যাচে নেন ৮ উইকেট।

অন্যদিকে ২০ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার হারিস পিএসএলে পাঁচ ম্যাচে ১৮৬.৫ স্ট্রাইক রেটে করেন ১৬৬ রান। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পাকিস্তানের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সিরিজ শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তবে তার মধ্য থেকে আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক ও সৌদ শাকিলকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে একমাত্র টি-টোয়েন্টির স্কোয়াড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান সাদা বলের সিরিজ খেলবে রাওয়ালপিন্ডিতে। সিরিজের প্রথম দুই ওয়ানডে সিরিজ হবে ২৯ ও ৩১ মার্চ। ২ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৫ এপ্রিল। 

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আবদুল্লাহ শফিক, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, ‍উসমান কাদির।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আফ্রিদি, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির।

সূত্র: দেশ রূপান্তর