জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে শেষ আটে ভিয়ারিয়াল 

ফানাম নিউজ
  ১৭ মার্চ ২০২২, ১৩:১৮

আরেকবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিল জুভেন্টাস। তুরিনে ভিয়ারিয়ালের শেষ মুহূর্তের ঝড়ে তছনছ হয়ে গেলো ইতালিয়ান জায়ান্টদের স্বপ্ন। 

শেষ ষোলোর ফিরতি লেগে স্প্যানিশ ক্লাবটির শেষ ১৪ মিনিটের ঝড়ে ৩-০ গোলে হেরেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। এ নিয়ে টানা তিনবার শেষ ষোলোতে অভিযান থামাতে হলো জুভদের।

অন্যদিকে, লিগের শেষ ষোলোর ফিরতি লেগে পিছিয়ে পড়েও ফরাসি ক্লাব লিলেকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে চেলসি। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল গত আসরের চ্যাম্পিয়নরা।

সেই সঙ্গে ফিরল চ্যাম্পিয়নস লিগের ১৯ বছরের এক পুরোনো স্মৃতি। ইউরোপ ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে এ নিয়ে তিন ইংলিশ ক্লাব ও তিন স্প্যানিশ ক্লাব শেষ আট নিশ্চিত করল।
 
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। লিলেকে হারিয়ে তাদের সঙ্গী হলো চেলসি। লা লিগা থেকে শেষ আটে উঠেছে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। কোয়ার্টারে তাদের অন্য দুই সঙ্গী পর্তুগালের বেনফিকা এবং জার্মানির বায়ার্ন মিউনিখ।

দুই দেশ থেকে কমপক্ষে তিনটি করে দল চ্যাম্পিয়নস লিগের শেষ আটে শেষবার দেখা গিয়েছে ২০০৩ সালে। ২০০২-০৩ মৌসুমে ইতালি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাস। স্পেন থেকে উঠেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া।

১৯ বছর পর তেমনটাই দেখা গেলো চলতি মৌসুমে। শুক্রবার শেষ আটের ড্র অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ডের নিওনে।

সূত্র: দেশ রূপান্তর