চেলসি কিনতে চান ট্রাম্পের মিত্র উডি জনসন

ফানাম নিউজ
  ১৬ মার্চ ২০২২, ১৭:১৪
আপডেট  : ১৬ মার্চ ২০২২, ১৭:১৮

গত বছর যুক্তরাজ্যে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন উডি জনসন। বর্তমানে এনএফএলের ফ্র্যাঞ্চাইজি নিউ ইয়র্ক জেটের মালিক জনসন।চেলসি কেনার জন্য ২ বিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের মিত্র তিনি।

দ্য সান-এর বরাতে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা জানায়, জনসন চেলসি কেনার পরিকল্পনা করছেন। শুক্রবার ইংলিশ ক্লাবটির কেনার ডেডলাইন। তার আগে ব্লুজদের মালিকানা হাতে পাওয়ার লক্ষ্য তার।

যদিও তার এই প্রস্তাব সৌদি মিডিয়া গ্রুপের দেওয়া ২.৭ বিলিয়ন পাউন্ডের কম। তবে জনসন মনে করেন, লন্ডনের সঙ্গে তার ঘনিষ্ঠপূর্ণ সম্পর্কের কারণে তারা এই প্রস্তাব গ্রহণ করবে।

দ্য সান জানায়, ৭৪ বছর বয়সী জনসন দীর্ঘদিনের জন্য চেলসির মালিকানা নিতে পারেন। আর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিও এটাই চায়।

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে তোপের মুখে পড়েছেন চেলসির মালিক রোমান আব্রামোভিচ। এই রুশ ধনকুবেরকে নিষিদ্ধ করেছে যুক্তরাজ্য। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চেলসি বিক্রির চিন্তা-ভাবনা করছেন আব্রামোভিচ।

সূত্র: দেশ রূপান্তর