শিরোনাম
পাকিস্তানকে বিস্ময়কর কিছু করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্ট জিততে। তবে পঞ্চম ও শেষদিনে জয়ের চেয়ে এখন তাদের চিন্তা ম্যাচ বাঁচানোর দিকে।
সেই লক্ষ্যে দিন শুরু করে দুই ঘণ্টা অজি বোলারদের পরীক্ষা নিয়েছেন অধিনায়ক বাবর আজম ও ওপেনার আবদুল্লাহ শফিক। আগেরদিনও সফরকারীদের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দুজনে।
পাহাড়সম ৫০৬ লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতে ২ উইকেট হারিয়ে বসা পাকিস্তানকে বাঁচিয়ে রেখেছিলেন বাবর-শফিক। পঞ্চমদিনেও দুজনে মাটি কামড়ানো ব্যাটিং করলেন। কিন্তু দুর্ভাগ্যই বলতে হবে শফিকের। ‘নড়বড়ে নব্বইয়ে’ ফিরেছেন তিনি।
অজিদের দিনের প্রথম ব্রেক-থ্রু এনে দিলেন প্যাট কামিন্স। এই পেসারের বলে স্টিভেন স্মিথের হাতে বন্দী হন শফিক। তার আগে সফরকারীদের ধৈর্যের পরীক্ষাটা বেশ ভালোভাবে নিয়েছেন তিনি। ৯৬ রান করার পথে খেলেছেন ৩০৫ বল।
শফিক ফেরার পরপরই মধ্যাহ্নভোজে যায় দু’দল। পাকিস্তান এখনো ২৫২ রান পিছিয়ে। তবে স্বাগতিকদের প্রাণ বাঁচিয়ে রেখেছেন বাবর। পাকিস্তান ২ উইকেটে ১৯২ রান নিয়ে চতুর্থদিন শেষ করার পথে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি উদযাপন করেন ২৭ বছর বয়সী ব্যাটার।
১০২ রান নিয়ে শেষদিনে ব্যাটিংয়ে নামেন বাবর। ৭১ রান নিয়ে তার সঙ্গী হন শফিক। মধ্যাহ্নভোজে যাওয়ার আগে ৩ উইকেটে ২৫৪ রান করেছে পাকিস্তান। বাবর ২৮৩ বলে ১৩৩ রানে অপরাজিত আছেন। ৩ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন ফাওয়াদ আলম।
এর আগে উসমান খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ৫৫৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। পাকিস্তান প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৪৮ রানে। এরপর ২ উইকেটে ৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অজিরা।
তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ড্র হয়। সিরিজের শেষ টেস্ট হবে লাহোরে।
সূত্র: দেশ রূপান্তর