বিদায়ের রাতে রোনালদোর নতুন রেকর্ড

ফানাম নিউজ
  ১৬ মার্চ ২০২২, ১৪:৩১

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডেই হতাশা সঙ্গী হলো ক্রিস্টিয়োনো রোনালদো-পল পগবাদের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এ নিয়ে টানা পাঁচ মৌসুম শিরোপাহীন কাটাতে হচ্ছে ইউনাইটেডকে। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তাদের লড়াই এখন শীর্ষ চারে জায়গা পাওয়ার। নয়তো আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দর্শক হয়ে থাকতে হবে রাল্ফ রাংনিকের শিষ্যদের।

চলতি মৌসুমে জুভেন্টাস থেকে পুরোনো সেনাপতি রোনালদোকে ফিরিয়েও শিরোপা খরা কাটাতে পারল না ইউনাইটেড। তার মধ্য টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো পর্তুগিজ উইঙ্গারকে। 

তবে ইউনাইটেডের বিদায় রাতেও নতুন রেকর্ড গড়েছেন সিআর সেভেন। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার ক্যাসিয়াসের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বেশি মিনিট খেলা খেলোয়াড় এখন তিনি।
 
চ্যাম্পিয়নস লিগে মোট ১৬২৬৭ মিনিট খেলেছেন স্প্যানিশ গোলরক্ষক ক্যাসিয়াস। অ্যাতলেতিকোর বিপক্ষে খেলতে নামার আগে ১৬১৮৯ মিনিট খেলে এই তালিকার দুইয়ে ছিলেন রোনালদো।

এর দুইদিন আগে হ্যাটট্রিক করে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন রোনালদো। তার নামের পাশে এখন ৮০৭ গোল। দীর্ঘদিন ধরে এই রেকর্ডটি ছিল ৮০৫ গোলদাতা প্রয়াত অস্ট্রিয়ান ফরোয়ার্ড জোসেফ বিকেনের।

সূত্র: দেশ রূপান্তর