শিরোনাম
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ খেলতে ইতোমধ্যে মাদ্রিদে পৌঁছেছে পিএসজি। প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনার সাবেক দুই ফরোয়ার্ড লিওনেল মেসি ও নেইমার অনেকবার এই মাঠে খেলেছেন। সেই সঙ্গে আট বছর পর পুরোনো ঘরে পা রাখছেন আনহেল দি মারিয়া। সান্তিয়াগো বার্নাব্যু অপরিচিত নয় ফরাসি জায়ান্টদের বেশ কয়েকজন তারকার জন্য।
ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে শেষ ষোলোর প্রথম লেগ জিতে এগিয়ে আছে পিএসজি। শেষ আটে যেতে হলে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের আজ মাদ্রিদে ড্র করলেও চলবে। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হলে রিয়াল মাদ্রিদকে জিততে হবে ২-০ ব্যবধানে।
সেই লক্ষ্যে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে পিএসজির মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। তার আগে এই ম্যাচে কাউকে ফেবারিট হিসেবে রাখছেন না নেইমার। দুই দলের সুযোগ ৫০/৫০ মনে করছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
প্রথম লেগে বদলি হিসেবে মাঠে নেমে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে পিএসজির জয়সূচক গোলটি করান নেইমার। এমন ‘হাই-ভোল্টেজ’ ম্যাচের আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সংবাদ সম্মেলনে বলেন, ‘বার্নাব্যুতে আমার আনন্দের স্মৃতি আছে। এখানে আমি গোল ও অ্যাসিস্ট করেছি। অবিস্মরণীয় ম্যাচ খেলেছি এবং এই স্টেডিয়ামে চমৎকার ইতিহাস আছে। এখানে খেলা আনন্দের।’
জয়ের সম্ভবনার ব্যাপারে তিনি আরও বলেন, ‘পিএসজি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে সবসময় দুই দলের জয়ের সম্ভাবনা থাকে ৫০/৫০। কেউ ফেবারিট নয়।’
এদিকে প্রথম লেগের জয়ের নায়ক এমবাপ্পেকে স্থায়ীভাবে বার্নাব্যুতে আনার ব্যাপারে অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল। ভবিষ্যতের ঠিকানা সম্পর্কেও আজ রাতে একটা অভিজ্ঞতা পেয়ে যাবেন ফরাসি ফরোয়ার্ড।
সূত্র: দেশ রূপান্তর