শিরোনাম
আফগানিস্তানকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েও ব্যার্থ হয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে জিতেছিল টাইগাররা।
ম্যাচটিতে ১০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাসুম আহমেদ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টি উইকেটের দেখা পাননি ২৭ বছর বয়সী স্পিনার। আফগানরাও ম্যাচটি জিতে সিরিজে সমতায় ফেরে।
তবে প্রথম ম্যাচ জয়ের নায়ক নাসুম এবার আরেকটি বড় ‘পুরস্কার’ও পেলেন। সদ্য হালনাগাদ করা টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন তিনি। ১৭ ধাপ এগিয়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। ৬৩৭ রেটিং নিয়ে দশম স্থানে নাসুম।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে আরেকটি। মুজিব উর রহমানকে এক ধাপ পেছনে ঠেলে দিয়ে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া।
অন্যদিকে টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন রবীন্দ্র জাদেজা। মোহালিতে বিরাট কোহলির শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলেন এই ভারতীয় অলরাউন্ডার। এরপর বোলিংয়ে এসে প্রথম ইনিংসে ফাইফারের দ্বিতীয় ইনিংসে ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট।
সূত্র: দেশ রূপান্তর