নেইমারকে নিয়ে চিন্তিত অঁরি

ফানাম নিউজ
  ০৭ মার্চ ২০২২, ১৬:৫০

অত্যন্ত দুঃক্ষ্য জনক হলেও সত্য ২০২১-২২ মৌসুমে ধারাবাহিকভাবে ব্রাজিল তারকা নেউমার'র পারফরম্যান্স হতাশাজনক অবস্থায় যাচ্ছে। ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি বলেছেন, তিনি নেইমারের মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তিত। 

তর্কযোগ্যভাবে পিএসজির জার্সিতে সবচেয়ে খারাপ মৌসুম কাটছে নেইমারের। ফরাসি জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ব্রাজিলিয়ান সুপার স্টারের নামের পাশে বসেছে মাত্র চার গোল ও চার অ্যাসিস্ট।

চলতি মৌসুমেও দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমারকে। পিএসজির হয়ে ১৮ ম্যাচ খেলতে পারেননি তিনি। অঁরি মনে করেন, মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করতে হচ্ছে নেইমারকে।

ফ্রান্সের সাবেক স্ট্রাইকার বর্তমানে বেলজিয়ামের সহকারী কোচ হিসেবে দায়িত্বে আছেন। আর্সেনাল ও বার্সেলোনা কিংবদন্তি এই ফরাসি তারকা নেইমারের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে উদ্বিগ্নতা প্রকাশ করে এল ইকুইপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘নেইমার তার সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রায়শই তার সুস্থতা, চাপের বিষয়ে কথা বলেছেন। তাই আমার প্রথম চিন্তা হলো: ‘সে কি ঠিক আছে?’।

সূত্র: দেশ রূপান্তর