শিরোনাম
করোনার টিকা না নেওয়ার কারণে সফরে গিয়েও অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি নোভাক জোকোভিচের। আইনি লড়াই করেও হেরে গিয়ে না খেলেই দেশে ফিরতে হয় সার্বিয়ান এই তারকাকে।
এই টেনিস তারকা স্পষ্ট জানিয়েছেন- প্রয়োজনে খেলা ছাড়বেন তবু করোনার ভ্যাকসিন নেবেন না।
তিনি বলেন, আমার শরীর নিয়ে আমি কী সিদ্ধান্ত নেব, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কোন টুর্নামেন্ট, কিংবা যে কোন ট্রফি জয়ের থেকেও আমার শরীর আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যতটা ফিট থাকা সম্ভব, ততটাই চেষ্টা করছি। তবে টিকা নেব না। তাতে এর দাম দিতে হলে তাও রাজি।
জোকোভিচ আরও জানান, আমি কখনই টিকার বিরোধী নই। তবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত হলো টিকা নেব না। পুরো বিশ্ব টিকার মধ্য দিয়ে লড়াই চালাচ্ছে। আশা করি, তাতে শীঘ্রই সাফল্যও আসবে।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ওপেন থেকে জোকোভিচ বিতাড়িত হওয়ার পরই শোনা গিয়েছিল- করোনার টিকা না নিলে ফ্রেঞ্চ ওপেনেও অংশ নেওয়া যাবে না। ফ্রান্সের সরকারও জোকোভিচের জন্য অস্ট্রেলিয়ার সরকারের মতোই কড়া পদক্ষেপ নিতে পারে।