‘শততম টেস্টে সেঞ্চুরি খরা কাটুক কোহলির’

ফানাম নিউজ
  ০৪ মার্চ ২০২২, ০৬:৪৭

ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে ১০০টি টেস্ট খেলার দুয়ারে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি। শুক্রবার শ্রীলংকার বিপক্ষে মোহালিতে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কোহলির ক্যারিয়ারের ১০০তম টেস্ট। ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে অভিজাত এই ক্লাবের সদস্যপদ পেতে যাচ্ছেন ৩৩ বছর বয়সী কোহলি। 

পূর্বসূরি সেঞ্চুরির মঞ্চে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে রোহিত শর্মার। নতুন অধ্যায় শুরুর আগে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার কোহলিকে কাল কুর্নিশ জানালেন রোহিত- টেস্ট দল হিসেবে ভারত আজ যেখানে দাঁড়িয়ে, তার পুরো কৃতিত্ব বিরাটের। তার দেখানো পথেই দলকে এগিয়ে নিতে চাই আমি।

শততম টেস্টের আগে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তিন কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। বর্তমান কোচ দ্রাবিড় বলেছেন, একটি টেস্ট খেলতে পারাও দারুণ কিছু। সেখানে ১০০ টেস্ট খেলতে পারা তো অসাধারণ। এটা এমন এক অর্জন, যা নিয়ে বিরাট গর্ব করতে পারে। দিনটি উপভোগ করো, উপলক্ষ্য রাঙাও। শততম টেস্টে সেঞ্চুরি খরা কাটাতে পারলে সেটা হবে কোহলির জন্য বিরাট গর্বের।

২০১৯ সালের ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের ২৭তম টেস্ট শতকে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সেঞ্চুরি সংখ্যা ৭০-এ নিয়ে যান বিরাট কোহলি। সেঞ্চুরির সেঞ্চুরি তখন সময়ের ব্যাপার বলে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ২৭ মাস পেরিয়ে যাওয়ার পরও কোহলি আটকে আছেন সেই ৭০-এ। 

দীর্ঘ সেঞ্চুরি খরার এই কঠিন সময়ে একে একে ভারতের তিন সংস্করণের নেতৃত্বই হারিয়েছেন অথবা ছেড়ে দিতে হয়েছে তাকে। দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দুঃসময় পেছনে ফেলে কোহলি আবার কবে তিন অঙ্কের দেখা পাবেন, তা সময়ই বলে দেবে। তবে একটি সেঞ্চুরির অপেক্ষা তার আজই ঘুচে যাবে।