দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ফিরলেন তামিম, আছেন সাকিবও

ফানাম নিউজ
  ০৩ মার্চ ২০২২, ২২:৩০

সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন, টেস্ট খেলবেন- এমনটা খোদ বিসিবি সভাপতি জানিয়েছিলেন। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ যেদিন শেষ হলো, সেদিনই এই খবর জানা যায়। এরপর আবারও সংশয় তৈরি করেন খোদ সাকিব আল হাসান নিজেই।

তবে, আজ বিসিবি থেকে প্রকাশিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের দুই ফরম্যাটেই রাখা হয়েছে সাকিব আল হাসানকে।

শুধু তাই নয়, দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরলেন তামিম ইকবালও। সেই যে গত বছর শ্রীলঙ্কা সফরে গিয়ে টেস্ট খেলেছিলেন, এরপর আর এই ফরম্যাটে পাওয়া যায়নি তামিমকে। ইনজুরি সমস্যার কারণে টেস্টে পাওয়া যায়নি দেশের এক নম্বর ওপেনার। এবার তাকে রেখেই ঘোষণা করা হলো টেস্ট দল।

নতুন বলতে কেউ নেই দুই দলে। শুধুমাত্র প্রথমবারের মত ওয়ানডে দলে রাখা হয়েছে পেসার খালেদ আহমেদকে। ওয়ানডে খেলার সুযোগ পেলে তার হবে অভিষেক। এছাড়া সবাই পুরাতন। টেস্ট দলে পেসার শহিদুল ইসলামকে এবারই প্রথম নয়, এর আগেও দলে ঢাকা হয়েছে তাকে।

দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ টাইগার্স নামে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার কিংবা টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন দক্ষিণ আফ্রিকা সফরকে কেন্দ্র করে।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে যারা খেলেছেন, তাদের সবাইকে রাখা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের দলে। তবে সর্বশেষ নিউজিল্যান্ড সফর করা টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ এবং ফজলে মাহমুদ রাব্বি। এ দু’জনের পরিবর্তে দলে ঢুকেছেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান।

১২ মার্চ জোহানেসবার্গের উদ্দেশ্যে বিমানে উঠবে বাংলাদেশ দল। ১৩ তারিখ বিশ্রাম নিয়ে ১৪ তারিখই অনুশীলনে নেমে যাবে বাংলাদেশ দল। ১৫ তারিখ নিজেদের মধ্যেই একটি ওয়ানডে প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। ১৬ তারিখ বিরতি। এদিনই জোহানেসবার্গ থেকে দল যাবে সেঞ্চুরিয়নে। ১৭ তারিখ সেঞ্চুরিয়নে অনুশীলন করবে বাংলাদেশ দলের।

১৮ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়। দ্বিতীয় ওয়ানডে ২০ মার্চ, তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ মার্চ। ২৬ ও ২৭ তারিখ একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের।

৩১ এপ্রিল শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল। শেষ জবে ১২ এপ্রিল। ১৩ এপ্রিল দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহান।