শিরোনাম
২৪ বছর পর পাকিস্তানের মাটিতে কোনো সফরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিরিজ শুরুর আগেই করোনা হানা দিয়েছে দুই দলের মধ্যেই। প্রথমে করোনা পজিটিভ হয়েছিলেন পাকিস্তানের পেসার হারিস রউফ।
এবার অজি স্পিন বোলিং পরামর্শক ফাওয়াদ আহমেদও করোনায় আক্রান্ত হয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যেখানে তারা জানিয়েছে, এই লেগি মৃদু উপসর্গে আক্রান্ত ছিল।
করোনা পজিটিভ হওয়ার পর তাকে পাঁচ দিনের জন্য আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তীতে দুইবার করোনা নেগেটিভ হলেই কেবল দলের সঙ্গে যোগ দেবেন এই ক্রিকেটার। তবে করোনা পজিটিভ হওয়ার আগে দলের কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের সংস্পর্শে যাননি ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।
স্বাগতিকদের বধের লক্ষ্যে পাকিস্তানি বংশোদ্ভুত অজি ক্রিকেটার ফাওয়াদের সাহায্য চেয়েছিল সিএ। এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে শিরোপা জেতা এই লেগি অজি স্পিনারদের পরামর্শ দিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৩ ওয়ানডে এবং ২ টি-টোয়েন্টি ম্যাচ খেয়েছিলেন এই লেগি।
আগামীকাল (৪ মার্চ) রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের জন্য মাঠে নামার আগে আজ আবার দুই দলের সকল ক্রিকেটারের করোনা টেস্ট করা হবে। সফরে অস্ট্রেলিয়া একটি টি-টোয়েন্ট এবং তিনটি করে টেস্ট-ওয়ানডে খেলবে।