শিরোনাম
ফরম্যাট বদলেছে। পরিবর্তন হয়েছে ভেন্যুর। অধিনায়কও ভিন্ন। মানসিকতা বদলে বাংলাদেশ নতুন পরিকল্পনা নিয়ে টি ২০ ক্রিকেটে এগোতে চায়। কিন্তু ফলাফলে পরিবর্তন হবে কি না, জোর গলায় বলতে পারলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ।
সবশেষ আট টি ২০ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ফোকাস রাখতে চান অধিনায়ক। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘আশা অবশ্যই জেতার। টি ২০ এমন একটা ফরম্যাট, যেখানে যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা কালকের (আজ) ম্যাচটায় ফোকাস করছি। নিজেদের শুরুটার ওপর আমরা ফোকাস করছি।’
তিনি বলেন, ‘টি ২০ এমন একটি ফরম্যাট, এখানে যদি এক নম্বর দলও ১০-১২ নম্বরের সঙ্গে খেলে, তবুও আগাম কিছু বলা যাবে না। একটা জুটি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডে ও টেস্টে ফিরে আসার সময় পাওয়া যায়। টি ২০তে যায় না। যেটা করার সেটা সময়মতোই করতে হবে।’
এই ফরম্যাটে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পাওয়ার প্লে নিয়ে। শেষদিকে রান তোলাও কঠিন কাজগুলোর একটা। বিপিএলে দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখানো মুনিম শাহরিয়ারকে নিয়ে শুরুতে দ্রুত রান তোলার উপায় খোঁজার চেষ্টা করছে বাংলাদেশ। সেখানে সফল হলে অনেকটাই এগিয়ে থাকবে দল। মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের দলের জন্য পাওয়া প্লেতে ৪০-৪৫ রান তোলার জন্য যথেষ্ট। প্রতিদিন আকাশচুম্বী শুরু পাওয়া যাবে না।
তবে ব্যাটিং ইউনিট হিসাবে নিয়মিত ১৫০-১৬০ করতে হবে। তাহলে ম্যাচ জেতার সুযোগ থাকবে। সেটা যে কোনো প্রতিপক্ষই হোক না কেন। আমরা চেষ্টা করছি, উপায় খুঁজে বের করবই। প্রথম বল থেকেই চার, ছয় মারার চেষ্টা থাকবে, ফিল্ডিং অনেকদিন ধরে বাংলাদেশের জন্য অন্যতম সমস্যা। মাহমুদউল্লাহ বলেন, অবশ্যই চেষ্টা করব ফিল্ডিংও যেন ভালো হয়। হয়তো ওরকম ভালো ফিল্ডিং করতে পারিনি। চেষ্টা করব ফিল্ডিংয়ের মাধ্যমেও দলে অবদান রাখতে।’
শুরুর আক্রমণাত্মক মানেই যে উলটোপালটা শট এমনটা যে নয়, মনে করিয়ে দিলেন অধিনায়ক। মাহমুদউল্লাহ বলেন, ‘আক্রমণ মানে একটা লক্ষ্য নিয়ে ব্যাটিং করা। অনেক সময় হয়তো কন্ডিশন বিবেচনা করতে হবে বা পরিস্থিতি বিবেচনা করতে হবে। টি ২০ ক্রিকেটে উদ্দেশ্য অনুযায়ী ব্যাটিং না করলে নিজেদেরই গুটিয়ে থাকতে হবে। একবার খোলসে ঢুকে গেলে বের হওয়া কঠিন।’ মিরপুরের উইকেটে ঘাস রয়েছে। পেসারদের সুবিধা পাওয়ার কথা। ব্যাটারদের জন্যও কিছু থাকছে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আশা করি, ভালো উইকেট, স্পোর্টিং উইকেট হবে। বোলারদের পাশাপাশি ব্যাটাররাও সুবিধা পাবে। একটু সময় কাটানো গেলে ব্যাটাররা ভালো করবে।’
মাহমুদউল্লাহ ওয়ানডেতে আত্মবিশ্বাসী ছিলেন না। ব্যর্থ হয়েছেন তিন ইনিংসেই। এক সাংবাদিক তার অবস্থান জানতে চান। মাহমুদউল্লাহ ওই সংবাদিককে বলেন, ‘আপনার কোনো সংশয় আছে আমার অবস্থান নিয়ে? আমার কোনো সংশয় নেই। আমি সঠিক পথেই আছি। নতুন বলে কিছু শটের দরকার আমার। আমার কাছে যে প্রত্যাশা থাকে ওয়ানডে সিরিজে হয়তো সেভাবে পূরণ করতে পারিনি। চেষ্টা করব।’