টি-টোয়েন্টিতে আফগানদের বড় দল মানতে রাজি নন সুজন

ফানাম নিউজ
  ০২ মার্চ ২০২২, ১৪:৪২

ওয়ানডেতে বাংলাদেশ যেমন খেলে, আনুপাতিক হারে যত ম্যাচ জেতে আর বড় বড় দলকে হারায়; টি-টোয়েন্টিতে সেটা পারে না।

বেশিদূর যেতে হবে না। আফগানিস্তানের সঙ্গে সদস্য সমাপ্ত ওয়ানডে সিরিজটাই দেখুন না। তামিম ইকবালের দল তিন ম্যাচের সিরিজ শুরু করেছিল ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে। এবার জিতেছে ২-১ ব্যবধানে। সবমিলিয়ে ১১ ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয় ৭টিতেই।

টি-টোয়েন্টি ফরম্যাটে যেন একদম তার উল্টো। ৭ বারের মোকাবিলায় টাইগারদের জয় মোটে দুটি। একটি পরিত্যক্ত। আর আফগানদের জয় ৪টিতে।

ওপরের এই ছোট্ট পরিসংখ্যানই বলে দেয়, ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে তত ভালো না বাংলাদেশ। ফলে আফগানদের থেকে পিছিয়ে থেকেই ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

টিম বাংলাদেশের ভাবনা কী? তবে কি রিয়াদের দল নিজেদের ‘আন্ডারডগ’ ধরে আফগানদের ‘ফেবারিট ’মেনেই মাঠে নামবে? টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথা শুনে অবশ্য মোটেই তা মনে হলো না।

আজ (বুধবার) সকালে সাথে একান্ত আলাপে অনেক কথার ভিড়ে টাইগারদের ‘থিঙ্ক ট্যাঙ্ক’ সুজন পরিষ্কার ভাষায় বললেন, ‘আফগানিস্তান কোনো বড় দল না।’

এমনকি ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টিতে আফগানরা একটু কঠিন প্রতিপক্ষ তা মানতেও রাজি নন বাংলাদেশ টিম ডিরেক্টর। প্রতিপক্ষকে মূল্যায়ন করতে গিয়ে সুজন বলেন, ‘হ্যাঁ, আফগানদের কোয়ালিটি বোলিং আছে। কিন্তু রশিদ, নাবি আর মুজিবরা তো ওয়ানডেতেও ছিলেন। সেখানে আমরা তাদের ঠিকমত হ্যান্ডেল করে সিরিজ জিতেছি। ওয়ানডে ফরম্যাটে পারলে টি-টোয়েনিন্টতে কেন পারবো না?’

তবে সুজন কিছু কৌশলগত বিষয় উল্লেখ করেছেন। তার ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়ানডের মত অত সময় পাওয়া যাবে না। তাই আমাদের শট সিলেকশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তা মাথায় রেখেই খেলতে হবে।’

খালেদ মাহমুদ সুজন আফগানিস্তানকে নিয়ে খুব বেশি মাথা ঘামানোরই পক্ষপাতী নন। তার কথা, ‘আফগানরা তো আমাদের সামনে মানদণ্ড হতে পারে না।’

কেন? বোঝাতে গিয়ে সুজন বলেন, ‘আফগানিস্তানের চেয়ে বিশ্ব ক্রিকেটে অনেক বড় বড় দল আর কঠিন প্রতিপক্ষ আছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর পাকিস্তান তো আরও স্ট্রং টিম। আমরা যদি আফগানিস্তানকে মানদণ্ড ধরে বসে থাকি, তাহলে আর আগাতে পারব না। ভুলে গেলে চলবে না, আমাদের লেভেল ধরতে হবে বিশ্ব শক্তিগুলোকে। আফগানিস্তানকে নয়। তাই আফগানিস্তানকে বড় টিম ভাবার কিছুই নেই।’

এটুকু বলে সুজন স্বীকার করেছেন লেগস্পিন গুগলি বোলার রশিদ খান, রহস্যময় স্পিনার মুজিবুর রহমান আর অভিজ্ঞ অফস্পিনার মোহাম্মদ নাবিকে নিয়ে সাজানো আফগান বোলিংটা বিশ্বমানের। তবে পরক্ষণেই তার দাবি, বাংলাদেশের ব্যাটিংও অনেক সমৃদ্ধ। আফগানদের চেয়ে অবশ্যই শ্রেয়তর।

দুই দলের তুলনা করতে গিয়ে সুজন বলেন, ‘হ্যাঁ মানছি, তাদের কোয়ালিটি বোলিং আছে। কিন্তু আমার মনে হয় আমাদের ব্যাটিং আফগানদের চেয়ে অনেক সমৃদ্ধ। বোলিংয়ে রশিদ, নাবি আর মুজিব এই ফরম্যাটে সারা বিশ্বে সব আন্তর্জাতিক আসরে খেলে। তাদের অভিজ্ঞতা বেশী। যেটা আমাদের সাকিব ও মোস্তাফিজেরও আছে।’

‘আমাদের বাকি বোলারদের হয়তো ততটা আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। তারপরও আমাদের খুব ভালো বোলিং সেটআপ আছে এখন। ছেলেরা ভালোও করছে। তাই আমি কোনোভাবেই বলবো না যে, আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়ে।’

সূত্র: জাগো নিউজ