এমবাপ্পেকে প্রায় ২ হাজার কোটি টাকার প্রস্তাব পিএসজির

ফানাম নিউজ
  ০২ মার্চ ২০২২, ১৩:৪৭

মার্চ চলে এল। জুন মাস আসতেও খুব বেশি দেরি নেই। তবে আপনি যদি পিএসজির সমর্থক হয়ে থাকেন, কায়মনোবাক্যে হয়তো প্রার্থনা করতে বসে গেছেন, এমবাপ্পে চুক্তি নবায়ন না করা পর্যন্ত যেন জুন মাস না আসে। এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি যে জুন মাসের ১ তারিখেই শেষ!

দিন যত গড়িয়ে যাচ্ছে, এমবাপ্পেকে নতুন চুক্তিতে সই করানোর জন্য একেবারে উঠেপড়ে লেগেছে পিএসজি। ফরাসি এই ফরোয়ার্ডকে ধরে রাখার জন্য যা যা করা দরকার, সবই করছে। ২৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে আগামী দুই বছর ধরে রাখতে প্রায় ২ হাজার কোটি টাকার প্রস্তাবও দিয়েছে তারা।

হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এমবাপ্পের সামনে দুই বছরের চুক্তি নবায়নের নতুন এক প্রস্তাব দিয়েছে পিএসজি। চুক্তি অনুযায়ী প্রতিবছর ৫ কোটি ইউরো করে বেতন পাবেন এই তারকা, দুই বছরে ১০ কোটি। আর নতুন চুক্তিতে সই করামাত্র বোনাস বাবদ আরও ১০ কোটি চলে যাবে এমবাপ্পের পকেটে। সব মিলিয়ে দুই বছরে ২০ কোটি ইউরোর প্রস্তাব। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ২ হাজার কোটি টাকার মতো!

বর্তমানে পিএসজিতে প্রতি বছর ২ কোটি ২০ লাখ ইউরো করে বেতন পাচ্ছেন এমবাপ্পে। সে হিসেবে তাঁকে নতুন চুক্তিতে দ্বিগুণেরও বেশি বেতন সাধছে পিএসজি। চোখ কপালে তোলার মতো এই খবর দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন। নতুন চুক্তি অনুযায়ী এমবাপ্পেকে মেসি ও নেইমারের চেয়েও বেশি বেতনভোগী খেলোয়াড় বানাতে চাইছে পিএসজি। ফোর্বসের তথ্যমতে, মেসিকে প্রতিবছর ৪ কোটি ১০ লাখ ইউরো বেতন দিচ্ছে পিএসজি, ওদিকে নেইমারকে দিচ্ছে ৩ কোটি ৬৮ লাখ ইউরো। নতুন চুক্তিতে সই করলে মেসির চেয়ে ৯০ লাখ ও নেইমারের চেয়ে ১ কোটি ৩২ লাখ ইউরো বেতন বেশি পাবেন এমবাপ্পে। এমবাপ্পেকে দলে টানার জন্য রিয়াল মাদ্রিদের ইচ্ছা আজকের নয়। রিয়ালের নাগাল থেকে এমবাপ্পেকে দূরে রাখার জন্যই তো পিএসজির এত তোড়জোড়!

২০১৭ সালে হাজার চেষ্টা করেও মোনাকো থেকে এমবাপ্পেকে দলে টানতে পারেনি রিয়াল। ফরাসি ফরোয়ার্ড উল্টো যোগ দেন পিএসজিতে। এর পর থেকেই দলবদলের বাজারের অন্যতম মুখরোচক খবর, এমবাপ্পের সম্ভাব্য রিয়াল-গমন। এমন কোনো দলবদল যায়নি, যেটিতে এমবাপ্পে ও রিয়ালকে নিয়ে কানাঘুষা সৃষ্টি হয়নি।

কিন্তু রিয়ালের পক্ষ থেকে সরাসরি কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। গত গ্রীষ্মে এমবাপ্পের দিকে আনুষ্ঠানিকভাবে আবারও হাত বাড়ায় রিয়াল, পিএসজিকে দেয় ১৭ কোটি ইউরোর প্রস্তাব।

লাভ হয়নি। হবেই–বা কী করে? বিশ্বের অন্যতম ধনী ক্লাব পিএসজির তো টাকাপয়সার কোনো সমস্যা নেই। দুই ধনী পরাশক্তির কাছে ব্যাপারটা যত না টাকাপয়সার, তার চেয়ে বেশি অহমের।

‘দরকার হলে এমবাপ্পের চুক্তি শেষে তাঁকে বিনা মূল্যে ছেড়ে দেব, তাও রিয়ালের কাছে বিক্রি করব না’—এমবাপ্পেকে নিয়ে পিএসজির নীতি এখন এমনই।

দেখা যাক, পিএসজির নতুন প্রলোভনে এমবাপ্পে সাড়া দেন কি না!