ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে জেসন রয়

ফানাম নিউজ
  ০২ মার্চ ২০২২, ১৩:২১

ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিলেন ইংলিশ ব্যাটার জেসন রয়। পরিবারের সঙ্গে সময় কাটাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

দল পেলেও আসন্ন আইপিএলে খেলবেন না ৩১ বছর বয়সী তারকা। কাউন্টি চ্যাম্পিয়নশিপের শুরুতেও দেখা যাবে না তাকে। এবারের আইপিএলে ইংলিশ তারকাকে দলে নেয় নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স।

জৈব-সুরক্ষা বলয়ের ভেতর থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন রয়। যার কারণে এই বিরতি। সারে’র ওয়েবসাইটে ইংলিশ তারকা বলেন, ‘দুই বছরেরও বেশি সময় কভিড সীমাবদ্ধতায় বসবাস ও জৈব-সুরক্ষা বলয়ে থাকার পর, আমার মনে হচ্ছে, স্ত্রী ও আমার শিশুদের সঙ্গে থাকার জন্য এটাই সেরা সময়।

সারে’র কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হবে এজবাস্টনে, ৭ এপ্রিল ওয়ার্কশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে। আশা করা হচ্ছে, রয়কে এই আসরের শুরুর রাউন্ডে পাবে না তারা।

এ নিয়ে দু’বার আইপিএল থেকে সরে গেলেন ইংলিশ ওপেনার। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন তিনি। আর ২০২০ সালের নিলামে রয়কে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে দল পেলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন তিনি।

সূত্র: দেশ রূপান্তর