ধর্ম নিয়ে খোঁচা দেয়া মানুষেরা ক্রিকেট সমর্থক হতে পারেন না: শামী

ফানাম নিউজ
  ০১ মার্চ ২০২২, ১১:৫২

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে ভালো বোলিং করতে পারেননি ভারতীয় পেসার মোহাম্মদ শামী। আর তাতেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুর হয় নানা কাটাছেড়া। ট্রোলকারীরা তার ধর্মীয় পরিচয় নিয়ে খোঁচা দিতেও ছাড়েনি। কেউ তো বলেছিলেন, ‘তুমি বিশ্বাসঘাতক, পাকিস্তান চলে যাও।’

তাৎক্ষণিকভাবে তখনকার টিম ইন্ডিয়ার কাপ্তান বিরাট কোহলি ট্রোলকারীদের যোগ্য জবাব দিয়েছিলেন। বলেছিলেন, ‘কেবল ধর্মীয় কারণে যারা মানুষকে কটাক্ষ করে তারা কাপুরুষ।’ তবে তখন চুপ ছিলেন শামী। নিন্দুকদের কোনো কথার জবাই তিনি দেননি।

সেই ঘটনার চারমাস পর মুখ খুললেন শামী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এই কুৎসিত রোগের কোনো চিকিৎসা নেই। যারা ধর্মীয় কারণে অপমান করে, তারা প্রকৃত ভারতীয় নন। কখনোই তারা ভারতীয় ক্রিকেটের ভক্ত-সমর্থক হতে পারে না।’

এই সাক্ষাৎকারে শামী আরও বলেছেন, সত্যিকারে সমর্থকরা কখনোই বাজেভাবে ট্রোল করেন না।