শিরোনাম
নিজের ফুটফুটে মেয়েকে হারানোর শোকে কাতর ছিলেন। শোকে পাথর হয়েও দায়িত্ব পালনে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ক্রিকেটার।
শুধু নামলেনই না; হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি।
এমন অবিশ্বাস্য দৃষ্টান্ত দেখিয়েছেন ভারতের ক্রিকেটার বিষ্ণু সোলাঙ্কি।
রঞ্জি ট্রফিতে শনিবার চণ্ডিগড়ের বিপক্ষে বারোদার হয়ে ব্যাট হাতে নামেন বিষ্ণু। ১৬১ বলে ১০৪ রান করে আউট হন তিনি। তার সেঞ্চুরির ওপর ভর করে ৫১৭ রান তোলে বরোদা।
এমন ইনিংস খেলার কয়েকদিন আগেই জীবনের চরম এক দুঃখের ঘটনার মধ্য দিয়ে যান বিষ্ণু।
গত ১১ ফেব্রুয়ারি মারা যায় তার ফুটফুটে কন্যাশিশুটি। সেই সময় ভুবনেশ্বরে দলের সঙ্গে ছিলেন বিষ্ণু। সেদিনের ম্যাচটি না খেলে বাড়ি যান তিনি।
মেয়ের সৎকার শেষে ফিরে এসেই সেঞ্চুরি হাঁকানো ইনিংস খেলেন বিষ্ণু।
জীবনের অন্যতম কঠিন সময় দাঁড়িয়ে বিষ্ণুর এই ইনিংসের প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা।
টুইট করে বিষ্ণুর প্রশংসা করেন ক্রিকেটার শেল্ডন জ্যাকসন। তিনি লেখেন, ‘অসাধারণ ক্রিকেটার! আমার জানা সব থেকে কঠিন ক্রিকেটার। বিষ্ণুকে স্যালুট জানাই, ওর পরিবার একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আরও শতরান পাও তুমি, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে।’
সূত্র: যুগান্তর