‘বাংলাদেশকে ভালোবেসেছিলাম, কিছু লোক বিশ্বাস করেনি’

ফানাম নিউজ
  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:২১

দীর্ঘ প্রায় এক যুগ পর ফের বাংলাদেশে হাজির জেমি সিডন্স। টাইগারদের সঙ্গে এটি অস্ট্রেলীয় কোচের ‘দ্বিতীয় ইনিংস’। 

অ্যাশওয়েল প্রিন্স জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়ার পর সিডন্সকে এই ভার সঁপে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দ্বিতীয়বার বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে নিজের পরিকল্পনার কথা জানলেন এ অস্ট্রেলীয় কোচ। 

এরইসঙ্গে আগেরবার তার বিদায়টা যেমন ছিল, সেটি নিয়ে অভিমানের সুরও ফুটে উঠল সিডন্সের কণ্ঠে।

তার সেই বিদায়টা সুখকর হয়নি সেবার। 

২০১১ বিশ্বকাপে দেশের মাঠে বাংলাদেশ দলের ব্যর্থতার পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি।  চারিদিক থেকে সমালোচনা শুনছিলেন তিনি।  

বাংলাদেশকে ভালোবেসে তিনি টাইগারদের সঙ্গে থাকতে মরিয়া ছিলেন। এমনকি প্রধান কোচ থেকে স্রেফ ব্যাটিং কোচ হয়ে থেকে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। এরপরও তাকে আর রাখেনি বোর্ড।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই স্মৃতিচারণ করলেন সিডন্স। জানালেন, বাংলাদেশকে ভালোবেসে এখানে থাকতে চেয়েছিলেন, কিন্তু কিছু লোক তা বিশ্বাস করেনি।

ফের বাংলাদেশে আসা প্রসঙ্গে সিডন্স বলেন, ‘সবশেষের বার আমি বাংলাদেশকে ভালোবেসেছিলাম, কিন্তু কিছু লোক তা বিশ্বাস করেনি। আগেরবারের তিন বছর আমার ভালো লেগেছে। অপেক্ষায় ছিলাম ও আশা করছিলাম, কোনো একটি সুযোগ আবার আসবে। এখন, এই তো আমি এখানে।’

এমন বিদায়ের পরও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েনি সিডন্সের।  যোগাযোগটা রেখেছিলেন নিজের তাগিদেই।

সিডন্স বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সংযোগটা আমার টিকেই ছিল। বোর্ড সদস্যদের সঙ্গে, যাদের খুব ভালো করে চিনতাম এবং ক্রিকেটারদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো। এবার একটি সুযোগ আসে এইচপি দলের ব্যাটিং পরামর্শক হওয়ার। যেখানে জুনিয়রদের সঙ্গে জাতীয় দলও ছিল। জাতীয় দলে ক্রিকেটারদের সঙ্গে তো কাজ করতামই। সেটা পূর্ণকালীন নাকি নয়, তা নিশ্চিত ছিলাম না। সেটাকে পাত্তাও দেইনি।’

সূত্র: যুগান্তর