ক্যাচ ধরার পর কান্নায় ভেঙে পড়লেন ফিল্ডার

ফানাম নিউজ
  ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৬

ইউরোপিয়ান ক্রিকেট লিগ টি-টেনে গ্রুপ সি এর ম্যাচে ইতালির ব্রেসিয়া ক্রিকেট ক্লাব ও তুরস্কের জায়তিনবুরনো খেলতে নামে। ম্যাচটি হয় স্পেনের কারতামা ওভাল মাঠে।  

ম্যাচটিতে তুরস্কের জায়তিনবুরনো ক্লাবের ফিল্ডার ব্রেসিয়া ক্রিকেট ক্লাবের ব্যাটার বাবর হোসেনের একটি ক্যাচ তালুবন্দি করেন। ক্যাচটি ধরেই তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। 

তবে মাত্র কয়েক সেকেন্ড পরই কেঁদে দেন ফিল্ডার। কারণ তিনি বাবর হোসেনের যে বলটিতে ক্যাচটি ধরেছিলেন সেটি ছিল ফ্রি হিট বল। 

ক্যাচ ধরার আগে ফিল্ডারের মনে ছিল না যে এটি ফ্রি হিট ছিল। ফলে ক্যাচ ধরেই আনন্দে আটখানা হয়ে যান তিনি। 

ইউরোপিয়ান ক্রিকেট লিগ তাদের টুইটার অ্যাকাউন্টে এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে। সেখানেই দেখা যায় মজার এ ঘটনাটি। 

এদিকে ফ্রি হিটে বেঁচে যাওয়া বাবর হোসেন শেষ পর্যন্ত ৩৪ বল খেলে ১০২ রান করেন। 

বাবর হোসেনের দল ব্রেসিয়া ক্রিকেট ক্লাবও শেষ পর্যন্ত ম্যাচটি বড় ব্যবধানে জিতে নেয়। তারা জায়তিনবুরনোরকে ১০ ওভারে ১৮৮ রানের টার্গেট দেয়। জবাবে জায়তিনবুরনো মাত্র ২৫ রানে অলআউট হয়ে যায়। 

ম্যাচটি সব মিলিয়ে একদই ভালো যায়নি জায়তিনবুরনোর। তারা বেশ কয়েকটি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হয়। যাও  তাদের ফিল্ডার একটি ক্যাচ তালুবন্দি করতে সমর্থ হয়েছিল কিন্তু সেটিও ফ্রি হিটের কারণে বাতিল হয়ে যায়।