শিরোনাম
স্ট্যামফোর্ড ব্রিজে রাতে লিলকে ২-০ গোলে হারিয়ে টমাস টুখেলের দল চেলসি জয় পেয়েছে। কাই হাভার্টজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান পুলিসিক।
ইউরোপ সেরার মঞ্চে ফরাসি ক্লাবটির বিপক্ষে এ নিয়ে তিনবারের মুখোমুখি হয়েছে তার। প্রতিবারই জিতেছে চেলসি। ২০১৯-২০ আসরের গ্রুপপর্বে দুই লেগেই ২-১ ব্যবধানে জিতেছিল তারা।
প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে সাদামাটা পারফরম্যান্সের জন্য একাদশে জায়গা হারান রোমেলু লুকাকু। মূলত তিন মিডফিল্ডার হাভার্টজ, পুলিসিক ও হাকিম জিয়াশকে নিয়ে আক্রমণভাগ সাজান টুখেল। কোচের আস্থার প্রতিদান দিয়ে দুজন পেলেন গোল।
ম্যাচের প্রথম দিকে সুযোগ পেয়ে যায় চেলসি। কিন্তু সেসার আসপিলিকুয়েতার ক্রস ৬ গজ বক্সের মুখে পেয়ে অবিশ্বাস্যভাবে ক্রসবারের ওপর দিয়ে পাঠান হাভার্টজ। ৩ মিনিট পর ডি-বক্সে একজনকে কাটিয়ে এই জার্মান মিডফিল্ডারের আরেক শট প্রতিরোধ করেন গোলরক্ষক।
পরের মিনিটে আর ব্যর্থ হননি হাভার্টজ। জিয়াশের কর্নারে দারুণ হেডে গোলরক্ষককে পরাস্ত করেন এই মিডফিল্ডার। আসরে এ নিয়ে কর্নারে চারটি গোল করল চেলসি, এখন পর্যন্ত সর্বোচ্চ।
স্বাগতিকদের প্রবল চাপের মধ্যেই ১২ মিনিটে পাল্টা আক্রমণে ভীতি ছড়ায় লিল। তবে ডিবক্সে জটলার মধ্যে তিনবার চান্স পেয়েও কাজে লাগাতে পারেনি তারা।
খেলার প্রথম ১০ মিনিটে প্রবল আক্রমণের যে ছাপ রাখে চেলসি, তা ক্রমেই কমে যায়। ডাগআউটে তখন কোচ টুখেলের চোখেমুখে কিছুটা হতাশার চিহ্ন। বলদখলে রেখে আক্রমণও বেশি করতে থাকেন সফরকারীরা, যদিও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা। প্রথমার্ধে তারা গোলের উদ্দেশ্যে ৯টি শট নিয়ে কেবল একটি লক্ষ্যে রাখতে পারে, সেটিও ভাবাতে পারেনি গোলরক্ষক এদুয়াঁ মঁদিকে।
খেলার ৬৩তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন পুলিসিক। এনগোলো কঁতের রক্ষণচেরা পাস ডিবক্সে দুই ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে জায়গা বানিয়ে নিচু শটে গোলটি করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।
বাকি সময়েও সমানতালে চলে আক্রমণ ও প্রতি আক্রমণ। কিন্তু আর কোনো নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। বলদখলের সমতার লড়াইয়ে গোলের উদ্দেশ্যে মোট ১৫টি শট নিয়ে কেবল দুটি লক্ষ্যে রাখতে পারে লিল। বিপরীতে চেলসির ৯ শটের চারটি ছিল লক্ষ্যে।
২০২০-২১ মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে মোট ১৪ ম্যাচে চেলসির জালে কোনো গোল হয়নি। যে কোনো দলের মধ্যে যা সর্বোচ্চ।
দিনের আরেক ম্যাচে স্পেনের ক্লাব ভিয়ারিয়ালের মাঠে ১-১ ড্র করেছে ইউভেন্তুস।