শিরোনাম
ওয়ানডে পরিসংখ্যানে আফগানিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত আফগানের বিপক্ষে খেলা ৮ ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছেন টাইগাররা। তিনটিতে জয় পেয়েছেন আফগানরা। সর্বশেষ দুই ম্যাচেও জয়ী বাংলাদেশ।
তবে ঘরের মাঠে চারবার দেখায় সমান দুটো করে জয়-পরাজয় বাংলাদেশের।
বাংলাদেশ প্রথম আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল দেশের মাটিতেই। ২০১৪ এশিয়া কাপে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সে ওয়ানডে ম্যাচটিতে হেরে যায় বাংলাদেশ। ৬৯ বলে ৮১ রান করার পাশাপাশি বল হাতে ২৩ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামিউল্লাহ শেনওয়ারি। ওই ম্যাচে ৬ উইকেট ২৫৪ রান করে আফগানিস্তান।
জবাবে ২২২ রানেই থেমে যায় বাংলাদেশ। দ্বিতীয় বার দেখা হয় এই দুদলের আইসিসি ইভেন্টে। ২০১৫ বিশ্বকাপে। সে ম্যাচে কিন্তু জয়ী দলের নাম বাংলাদেশ। টাইগারদের করা ২৬৭ রানের জবাবে ১৬২ রানেই অলআউট হন আফগানরা। ৫৬ বলে ৭১ রান করে ম্যাচসেরা হন মুশফিকুর রহিম।
ওই ম্যাচে ফিফটি পেয়েছিলেন সাকিব আল হাসানও। পরে শেনওয়ারি ও মুজিব চেষ্টা করলেও মাশরাফির বোলিং তোপে উড়ে যায় আফগানিস্তান। এক বছর বাদেই আবারও ওয়ানডে ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। তবে এবার আর কোনো বিশ্ব ইভেন্ট নয়, দ্বিপক্ষীয় সিরিজে ঢাকায় আসে আজগর আফগানের দল।
সে সিরিজে প্রথমবারের মতো আফগানদের নিজেদের আসল চেহারা দেখায় বাংলাদেশ। সিরিজ হারায় ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে উড়ে যান অতিথিরা। এর পর মোহাম্মদ নবির নেতৃত্বে ফাইটব্যাক করে সিরিজ সমতায় আনে তারা। কিন্তু শেষ ম্যাচে তামিম ইকবালের দুরন্ত সেঞ্চুরিতে সিরিজ জিতে যায় বাংলাদেশ। দুদলের এর পরের দেখা হয় এশিয়া কাপে।
তবে সেবারের আসর অনুষ্ঠিত হয় মরুর দেশ আরব আমিরাতে। প্রথমবারের মতো ক্রিকেট খেলতে মরুভূমিতে যায় বাংলাদেশ। আসরে দুবার মুখোমুখি হয়ে সমান একটি করে জয়-পরাজয় দুদলের দখলে।
প্রথম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানদের করা ২৫৫ রানের জবাবে ১১৯ রানেই অলআউট হয়ে যান টাইগাররা। ১৩৬ রানে ম্যাচ জিতে আফগানিস্তান। পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নৈপুণ্যে জিতে যায় মাশরাফি বিন মুর্তজার দল।
বাংলাদেশ আফগানিস্তান শেষবার মুখোমুখি হয়েছে তিন বছর আগে। ২০১৯ আইসিসি বিশ্বকাপে। ম্যাচটিতে একা হাতেই আফগানদের হারিয়ে দেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৯ বলে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ম্যাচটিতে ৮৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন মুশফিকুর রহিম।
ব্যাটে-বলে স্বস্তিদায়ক এক পরিসংখ্যান নিয়েই আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নতুন এক লড়াইয়ে নামছে বাংলাদেশ।